Abir- Anik New Film: ব্যোমকেশ- ফেলুদার পর নতুন গোয়েন্দা চরিত্রে আবির, পুজোয় আসছে অনীকের ছবি

Detective Story: ব্যোমকেশ, ফেলুদার পর ফের গোয়েন্দা চরিত্রে ধরা দেবেন আবির চট্টোপাধ্যায়। ছবির নাম 'যত কান্ড কলকাতাতেই'। পরিচালনায় অনীক দত্ত। 

Advertisement
ব্যোমকেশ- ফেলুদার পর নতুন গোয়েন্দা চরিত্রে আবির, পুজোয় আসছে অনীকের ছবি    অনীক দত্ত ও আবির চট্টোপাধ্যায়

বাঙালিদের গোয়েন্দা চরিত্রের প্রতি টান আজকের নয়। গত কয়েক বছর ধরে ব্যোমকেশ, ফেলুদা, মিতিন মাসি, শবর, একেন বাবু, কিরীটীদের পাশাপাশি এবার আরও এক বাঙালির গোয়েন্দার পর্দায় আবির্ভাব হতে চলেছে। ব্যোমকেশ, ফেলুদার পর ফের গোয়েন্দা চরিত্রে ধরা দেবেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবির নাম 'যত কান্ড কলকাতাতেই' (Joto Kando Kolkatatei)। পরিচালনায় অনীক দত্ত (Anik Dutta)। 

অনীকের 'অপরাজিত'-তে প্রথমে জিতু কমলের জায়গায় অভিনয় করার কথা ছিল আবিরের। এমনকী স্ক্রিপ্ট রিডিং পর্যন্ত হয়। এরপরই কোনও এক অজ্ঞাত কারণে ছবি থেকে পিছিয়ে আসেন আবির। তবে এবার ফের পরিচালকের সঙ্গে গাঁটছড়া বাধতেত চলেছেন অভিনেতা। টলিউড পাবে অনীক দত্তর মস্তিষ্ক প্রসূত এক নতুন গোয়েন্দা চরিত্র। 

 

New Film Joto Kando Kolkatatei detective story

বৃহস্পতিবার সামনে এল ছবির প্রথম পোস্টার। যেখানে আবিরের সঙ্গে রয়েছেন একজন মহিলা চরিত্র। পিছনে তিলোত্তমার প্রেক্ষাপট। এই মহিলা চরিত্রটি হলেন বাংলাদেশের নায়িকা নওসাবা আহমেদ। এই ছবির মাধ্যমে এবার টলিউডে পা রাখছেন তিনি। ফ্রেন্ডস কমিনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। এর আগে ফ্রেন্ডস কমিনিকেশনের  প্রবাল হালদার ও ফিরদৌসল হাসানের যৌথ প্রযোজনায়, অনীক দত্তর পরিচালনায় দর্শকেরা উপহার পেয়েছিলেন 'অপরাজিত'-র মতো ছবি। 

'যত কান্ড কলকাতাতেই' ছবির সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন ইন্দ্রনাথ মারিক এবং সম্পাদনা করবেন অর্ঘ্য কমল মিত্র। সব ঠিক থাকলে আগামী বছর পুজোয় মুক্তি পাবে এই ছবিটি। 

 

POST A COMMENT
Advertisement