আবার নেতাজি সুভাষ চন্দ্র বোসের ভূমিকায় দেখা যাবে ছোটপর্দায় সুভাষ খ্যাত অভিনেতা অভিষেক বসুকে। তবে এবারে ধারাবাহিকে নয় সিনেমায় নেতাজির ভূমিকায় আসতে চলেছেন তিনি। পরিচালক শুভ্রজিৎ মিত্রর 'মায়ামৃগয়া' ছবিতে সুভাষ বোসের চরিত্রে অভিনয় করবেন অভিষেক। রবি ঠাকুরের 'দুই বোন' অবলম্বনে তৈরি হচ্ছে 'মায়ামৃগয়া'। সেখানেই নেতাজির চরিত্রে ছোটপর্দার 'সুভাষ'।
প্রসঙ্গত, ২০১৯-এ তৈরি হয়েছিল টেলি ধারাবাহিক নেতাজি। সেখানেই প্রাপ্তবয়স্ক সুভাষের চরিত্রে প্রথমবার দেখা যায় অভিষেককে। ওজন বাড়িয়ে নিজেকে সেই চরিত্রে যথোপযুক্ত করে তুলেছিলেন অভিনেতা। বহুল প্রশংসিত ও জনপ্রিয়ও হয়েছিলেন। চরিত্রের কারণে মাথার চুল কামিয়ে ফেলতেও পিছপা হননি।
Welcome on board #AbhishekBose as "Netaji Subhash Chandra Bose" for #Mayamrigaya. pic.twitter.com/OrJrNMWsDg
— Mayamrigaya (@mayamrigaya) November 12, 2020
'মায়ামৃগয়া' ছবিতে দুই বোনের ভূমিকায় অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ১৯২৫ থেকে ১৯৩০ সাল, পাঁচ বছরের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি। যখন নেতাজির বয়স ছিল আনুমানিক ২০ থেকে ৩০-এর মধ্যে। সেখানে অভিষেকের থেকে ভাল কাউকে পরিচালক পেতেন না বলেই ধারণা। তাছাড়া টেলিভিশেনর ধারাবাহিকটির কল্যাণে অভিনেতার জনপ্রিয়তাও রয়েছে।
অভিষেক ছাড়াও এই ছবিতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্তের মতো শিল্পীরা। শোনা যাচ্ছে শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। তবে অভিষেকের অংশের শুটিং নাকি ২৩ জানুয়ারি থেকে হতে চলেছে। সে যাই হোক 'মায়ামৃগয়া'র কারণে আংশিক হলেও আবার অভিষেককে নেতাজি রূপে দেখার ইচ্ছে পূরণ হবে দর্শকের।