Koel Mallick Pregnancy: ফের মা হচ্ছেন কোয়েল, সুখবর শেয়ার করলেন স্বামী নিসপাল

ফের একবার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিসপাল সিং ইনস্টাগ্রামে স্বয়ং সেই সুখবর শেয়ার করেছেন। কোয়েলের প্রযোজক স্বামী নিসপাল লিখেছেন, 'আমরা জানাতে পেরে খুশি যে আমাদের পরিবার বেড়ে উঠছে এবং কবির শীঘ্রই একজন বড় দাদার ভূমিকা নেবে!!!!ভালবাসা এবং আশীর্বাদ অনেক প্রয়োজন।'

Advertisement
ফের মা হচ্ছেন কোয়েল, সুখবর শেয়ার করলেন স্বামী নিসপালকোয়েল-নিসপালের ঘরে কবে আসছে দ্বিতীয় সন্তান?


ফের একবার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিসপাল সিং ইনস্টাগ্রামে স্বয়ং সেই সুখবর শেয়ার করেছেন। কোয়েলের  প্রযোজক স্বামী নিসপাল লিখেছেন, 'আমরা জানাতে পেরে খুশি যে আমাদের পরিবার বেড়ে উঠছে এবং কবির শীঘ্রই একজন বড় দাদার ভূমিকা নেবে!!!!ভালবাসা এবং আশীর্বাদ অনেক প্রয়োজন।'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nispal Singh (@nispalsingh)

উল্লেখ্য, কোয়েল ও নিসপালের প্রথম সন্তান কবীরের জন্ম ২০২০ সালের মে মাসে। সেই বছর ফেব্রুয়ারিতে নিজের বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে সুখবর জানিয়েছিলেন  কোয়েল। ২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিং  রানে এবং কোয়েল। বিয়ের পরে কিছুটা হলেও কাজ কমিয়ে দিয়েছিলেন রঞ্জিত মল্লিকের কন্যা। এ বার কবীপেপ জন্মের ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা।


এদিন নিসপালের পাশাপাশি কোয়েলও তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন। যেখানে দেখা গেল স্বামী প্রযোজক নিসপাল সিং ও ছেলে কবীরকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করেই কোয়েল লিখলেন, ”সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।”

এ বছর মল্লিক বাড়িতে বড় করে পুজো হচ্ছে না আগেই জানিয়েছিলেন কোয়েল মল্লিক। এ বার দেবীপক্ষের সূচনা হতেই সুখবর দিলেন নায়িকা। আরজি কর আবহে কয়েকদিন আগেই কোয়েল মল্লিক জানান, পুজো হলেও এবছর উৎসব হবে না মল্লিক বাড়িতে। এ বছর মল্লিক বাড়ির একশো বছরের দুর্গাপুজো।   এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রঞ্জিত মল্লিক  ও কোয়েল মল্লিক। এই পুজো যে তাঁদেরই ভবানীপুরের আদি বাড়ির, সেটা সর্বজনবিদিত। অভিনেত্রী জানিয়েছিলেন, ‘এই বছর আমাদের মল্লিকবাড়ির ১০০ বছরের পুজো। পুজো যেমন প্রতি বছর হয়, এই বছরও হবে। যেহেতু একশো বছরের পুজো, অনেক আত্মীয়-স্বজন প্রতি পুজোয় আসতে পারেন না। কিন্তু এই বছর আসবেন, সেই পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছেন। পুজো পুজোর মতোই হবে, তবে উৎসবটা হবে না’।
 

Advertisement

POST A COMMENT
Advertisement