'অশালীন' সৌরভ? ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক বাড়ল টলিউডে

শুক্রবার যে ভিডিওটি ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছে সৌরভ এক মহিলাকে তাঁর বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরে বক্তৃতা দিচ্ছেন। শেষে মহিলার বুকের উপর হাত তুলেছেন এমনও অভিযোগ করছেন অনেকে। বিতর্ক বাড়তে যদিও সেই ভিডিওটি আর দেখা যাচ্ছে না।

Advertisement
'অশালীন' সৌরভ? ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক বাড়ল টলিউডেবিতর্ক বাড়ল অভিনেতা সৌরভ দাসের একটি ভিডিও নিয়ে।
হাইলাইটস
  • সৌরভের বিরুদ্ধে সরব টলিউড
  • বিতর্ক বাড়ল অভিনেতা সৌরভ দাসের ভিডিও নিয়ে
  • অনেকেই দাবি করেন, তরুণীকে জড়িয়ে ধরে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন সৌরভ

তৃণমূলে যোগ দেওয়ার পর পরই বিতর্ক বাড়ল অভিনেতা সৌরভ দাসের একটি ভিডিও নিয়ে। ভাইরাল সেই ভিডিও নিয়ে সৌরভের বিরুদ্ধে সরব হয় টলিউডের অনেকেই। আবার অন্যদিকে সৌরভের ভিডিওটি নিয়ে ভালোবাসার কমেন্ট করেছেন রাজ চক্রবর্তী-সহ অনেকে। 

শুক্রবার যে ভিডিওটি ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছে সৌরভ এক মহিলাকে তাঁর বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরে বক্তৃতা দিচ্ছেন। শেষে মহিলার বুকের উপর হাত তুলেছেন এমনও অভিযোগ করছেন অনেকে। বিতর্ক বাড়তে যদিও সেই ভিডিওটি আর দেখা যাচ্ছে না। 

জানা গিয়েছে এই ভিডিওটি সৌরভের জন্মদিন পালনের। যে মহিলাকে জড়িয়ে ধরেছিলেন তিনি সৌরভের বোন। এই ঘটনার প্রসঙ্গে নিজের ফেসবুকে লিখেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, ভাস্বর চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। সুদীপ্তা লিখেছেন ''ওর সঙ্গে কখনও কাজ করিনি, দেখাও হয়েছে খুব কম। তবে একজন আমারই এক জুনিয়ার অভিনেতা গোটা চলচ্চিত্র মহলের কাছে আমায় লজ্জায় ফেললেন। আপত্তিকর! এখন আবার শুনছি ওই তরুণী তাঁর নিজের বোন। আচ্ছা উত্তেজনার বহিঃপ্রকাশ? তাই নাকি? বাবা ও বোনের সামনেই গালিগালাজ? আমি জানি না। আমি বিভ্রান্ত ও হতবাক!!!!''

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saurav Das (@i_sauravdas)

তবে অনেকের মত ভিডিওটি অন্য ফ্রেমে করা হয়েছে। সমালোচনা বাড়তেই অরিজিনাল ভিডিও পোস্ট করেন সৌরভ নিজেই। নিন্দুকদের জবাব দিতে লেখেন, “ছোট ছবি দেখলে? এবার বড়টা দেখো।" সৌরভ সোশাল মিডিয়ায় জানান, পুরনো বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছেন তিনি। বন্ধু-বান্ধব সকলকেই জড়িয়ে ধরছেন। এভাবে তাঁর জন্মদিনে শামিল হওয়ার জন্য সবাইকে ধন্যবাদও জানাচ্ছেন। এরই মধ্যে এক তরুণীকেও আলিঙ্গন করেন তিনি। আর তাই নিয়েই তৈরি হয় বিতর্ক। অনেকেই দাবি করেন, তরুণীকে জড়িয়ে ধরে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন সৌরভ। 

Distasteful !! Perversive !! Shocking !! Never worked with him. Hardly met him otherwise. But he, a junior colleague of...

Posted by Sudiptaa Chakraborty on Friday, 22 January 2021

যদিও নেটনাগরিকদের অনেকের মত, এই ভিডিও বিরোধী শিবিরের বানান হতে পারে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া সৌরভকে বিপাকে ফেলতেই এই চেষ্টা করা হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement