অভিনেত্রী তথা তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের মা সুদীপা ঘোষ প্রয়াত। সোমবার মারা যান তিনি। সুদীপা ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার তাঁর অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। সোমবার বিকেলে প্রয়াত হন।
হাসপাতাল সূত্রে খবর, সায়নী ঘোষের মায়ের শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়ে। এমনিতেই অসুস্থ ছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল। তবে রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।
তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ-চিকিৎসক শান্তনু সেন জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপা ঘোষ। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল । তবে শেষরক্ষা হয়নি। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রয়াত হন।
তবে ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে হাসপাতাল থেকে মায়ের কে মজার ভিডিয়ো শেয়ার করেছিলেন সায়নী। মায়ের জন্মদিনে বিশেষ পোস্ট শেয়ার করেছিলেন বছর কয়েক আগেই। জানা যায়, কেওড়াতলা মহাশ্মশানে হবে। তার আগে শেষ বারের জন্য মায়ের দেহ বাড়িতে নিয়ে যাবেন তিনি।
তবে মা অসুস্থ হলেও সেই বিষয়ে কোনও কথা বলতে শোনা যায়নি সায়নী ঘোষকে। গত বছর পঞ্চায়েত ভোটের সময়ে মায়ের অসুস্থতার কারণে দলের হয়ে প্রচারের কর্মসূচি বাতিল করেছিলেন। তারপর যদিও প্রচারের কাজে সক্রিয় হয়ে ওঠেন। একাধিক জেলায় প্রচার সারেন তিনি। মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া-সহ একাধিক জেলায় প্রচারও করেন তিনি।