Dev- Anirban: দেবের 'রঘু ডাকাত'-এ খলচরিত্রে অনির্বাণ? ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন

Dev- Anirban: বারবার বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। এবার নানা জট কেটে, শুরু হবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবির শ্যুট। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।

Advertisement
দেবের 'রঘু ডাকাত'-এ খলচরিত্রে অনির্বাণ? ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন

বছর চারেক আগে শোনা যায় এবার রঘু ডাকাত রূপে সামনে আসবেন দেব। এতদিন ধরে অনুগামীরা অপেক্ষায় রয়েছেন কবে এই রূপে তাঁকে পর্দায় দেখা যাবে। বারবার বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। এবার নানা জট কেটে, শুরু হবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবির শ্যুট। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। এবার টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবি নিয়ে বড় খবর। 'রঘু ডাকাত'-এ দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকেও। 
 
ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, দেবের ছবিতে এবার নাকি খলচরিত্রে অভিনয় করবেন অনির্বাণ। সম্প্রতি 'বিনোদিনী:একটি নটীর উপাখ্যান' মুক্তির প্রাক্কালে অনির্বাণ ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছিলেন। জল্পনার সূত্রপাত হয় সেখান থেকেই। তবে এবার খবর, ইতিমাধ্যেই নাকি ছবির পরিচালক ও প্রযোজকদ্বয়ের সঙ্গে নাকি প্রাথমিক স্তরে অনির্বাণের কথা হয়েছে। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতা বা কলাকুশলীদের কেউ। এর আগে এসভিএফ-র প্রযোজনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'গোলন্দাজ' ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। এবার দেখার সত্যিই এক ছবিতে দেখা যাবে নাকি দুই অভিনেতাকে। যদি সত্যিই তাই হয়, তাহলে নিঃসন্দেহে টলিউডের জন্য এটি বড় খবর। 

অষ্টাদশ শতাব্দীর সময়কালে বাংলার সাধারণ মানুষের নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে 'মসিহা' হয়ে পাশে দাঁড়িয়েছিলেন রঘু ডাকাত। 'লার্জার দ্যান লাইফ' এই কাল্পনিক গল্পের নায়ক রঘু আজও বাঙালিদের মনে বেঁচে আছেন। এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তাই সেরা অভিনয় দক্ষতাটুকু দিয়েই নিজেকে উজার করে দেবেন দেব। এমনটাই আশা পর্দার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী- দেবের। 'গোলন্দাজ' -এর চূড়ান্ত বক্স অফিস সাফল্যের ফর ফের জুটিতে কাজ করবেন ধ্রুব -দেব। বলাই বাহুল্য দর্শকদের প্রত্যাশাও থাকবে তুঙ্গে। 

মা কালীর সঙ্গে রঘু ডাকাতের নাম বার বার উঠে আসে। কারণ তিনি ছিলেন কালীর একনিষ্ঠ উপাসক। এমনকী ডাকাতি করতে বেড়ানোর আগেও কালিকার পুজোই করতেন তিনি। এই রঘু ডাকাতকে ঘিরে রয়েছে নানা জল্পনা, গল্পকথা। বলা ভাল তাঁকে নিয়ে বাঙালিদের কৌতূহলের শেষ নেই। এখন যেন তিনি 'রহস্য' হয়েই রয়েছেন বাঙালি মননে। শোনা যায়, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে এক সময় প্রতিষ্ঠিত ছিল এক ডাকাত কালী মন্দির। যা মূলত রঘু ডকাতের মন্দির নামেই পরিচিত। 

Advertisement

প্রচলিত কথা অনুযায়ী, ইংরেজরাও ভয় পেতেন এই রঘুকে। অত্যাচারী জমিদারদের থেকে লুথ করে আনা ধন -সম্পদ তিনি মিলিয়ে দিতেন গরীবদের মধ্যে। তবে শুধু হুগলী না, বর্ধমান, মুর্শিদাবাদ সহ আরও একাধিক জায়গায় রঘু ডাকাতের প্রতিষ্ঠিত কালী মন্দিরের কথা শোনা যায়। হাতেনাতে প্রমাণ না মিললেও, অনন্ত লোক মুখে শুনে যুগ যুগ ধরে এটাই বিশ্বাস করা হয় যে বাস্তবে তিনি ছিলেন।  
 

POST A COMMENT
Advertisement