অপরাজিতা আঢ্যের বাড়িতে উৎসবের আবহ। অভিনেত্রী উদযাপন করছেন বিয়ের জন্মদিন। বিবাহিত জীবনের দীর্ঘ ২৮ বছর পার করেছেন অপরাজিতা ও তাঁর স্বামী অতনু হাজরা। বিশেষ দিন। তাই উদযাপনও বাড়তি স্পেশাল। গোটা জার্নিটা কেমন ছিল, বিবাহবার্ষিকীতে সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
সোস্যাল পেজে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন অরিজিতা। সেই সঙ্গে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন, "যাহ… ফস করে বেরিয়ে গেল ২৮টা বছর! ২৯-এর দরজায় এসে দাঁড়িয়ে পড়লাম। কী অদ্ভুত এই সময় -কোথা দিয়ে যে সরে যায়, কিছুই টের পাওয়া যায় না। ফিরে তাকিয়ে দেখি - এই ২৮ বছর ধরে ১২ জনের সংসার করে কী শিখলাম? আসলে আমরা তো এই জগৎ সংসারে এসেছি শেখার জন্যই। এই সংসার জীবন থেকে ঠিক কী শিখলাম? শিখে তো আগেই ছিলাম - বিয়ের আগে আমার দিদিমা বলেছিলেন, 'বিয়ে কোনও সুখ নয়, বিয়ে হলো দায়িত্ব।' সেই কথাটাকেই মাথায় রেখেই আমি সংসার নামক মঞ্চে অভিনয় করতে নেমে পড়েছিলাম। এ যে এক বিশাল নাটক! চরিত্রের অভাব নেই। বাবা রে বাবা! চারপাশে সবাই বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রী।"
অপরাজিতা আর লেখেন, "এখন বেশ আছি। মাথার চুলে রুপোলি রং লেগেছে, হাঁটু মাঝে মাঝে মনে করিয়ে দেয় আমি প্রবীণের পথে হাঁটছি। তবু কে মানে বলো! আমাদের এই রঙ্গমঞ্চে আমরা সবাই রাজা -আর রানীদের জোর সব থেকে বেশি।"
প্রসঙ্গত, অতনুর চেয়ে বসয়ে অনেকটা ছোট অপরাজিতা আঢ্য। দু'জনের বয়সের ফারাক প্রায় ১৪ বছরের। তবে ভালোবাসায় পরস্পরকে বেঁধে রেখেছেন তাঁরা। ১৯৯৭ সালে বিয়ে করেন অপরাজিতা- অতনু। শ্যুটিং সেটেই আলাপ হয় দু'জনের। অভিনেত্রীকে একটি কাজে অ্যাসিস্ট করছিলেন অতনু। এরপর অসমবয়সী প্রেম এবং এরপর পরিবারের অসম্মতি সত্ত্বেও তাঁরা বিয়ে করেন। বয়সের ফারাক কখনও প্রেমে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। এমনকী নিঃসন্তান হওয়ার যন্ত্রণাও কখনও বাধা হয়ে দাঁড়ায়নি জুটির ভালোবাসার সামনে।