scorecardresearch
 

জোরকদমে শুটিং শুরু নির্ভয়া-র, দেখুন শুটিংয়ের ছবি

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার এবং গৌরব চক্রবর্তী-কে। এ ছাড়াও ছবিতে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র প্রমুখরা। শহরেই জোর কদমে চলছে ছবির কাজ। লকডাউনের কারণে যে সময় নষ্ট হয়েছে, তা দ্রুত শুটিং করে পুষিয়ে নিতে চাইছেন সকলে।

Advertisement
শুটিংয়ে গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার শুটিংয়ে গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার
হাইলাইটস
  • কোভিড বিধি মেনে যথাযথ সাবধানতা বজায় রেখে সমস্ত ছবি এবং বাংলা ধারাবাহিকের শুটিং চলছে বিভিন্ন সেটে এবং শুটিং ফ্লোরে।
  • পরবর্তী ছবি 'নির্ভয়া'-র শুটিং শুরুও হয়েছে গত ২৩ জুন থেকে।

মহামারীর জেরে দীর্ঘ দিন শুটিং বন্ধ ছিল। থমকে ছিল সমস্ত শুটিং এবং ছবির কাজ। তবে ১৫ জুন থেকে ফের একবার শুটিং শুরু হয়েছে। কোভিড বিধি মেনে যথাযথ সাবধানতা বজায় রেখে সমস্ত ছবি এবং বাংলা ধারাবাহিকের শুটিং চলছে বিভিন্ন সেটে এবং শুটিং ফ্লোরে। পরিচালক অংশুমান প্রত্যুষ এর পরবর্তী ছবি 'নির্ভয়া'-র শুটিং শুরুও হয়েছে গত ২৩ জুন থেকে।

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার এবং গৌরব চক্রবর্তী-কে। এ ছাড়াও ছবিতে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র প্রমুখরা। শহরেই জোর কদমে চলছে ছবির কাজ। লকডাউনের কারণে যে সময় নষ্ট হয়েছে, তা দ্রুত শুটিং করে পুষিয়ে নিতে চাইছেন সকলে।

কাহিনিকার এবং চিত্রনাট্যকার হিসাবে টলিউডে পা রাখলেও গত তিন বছরে তিনটি ছবি পরিচালনাও করেছেন। যার মধ্যে রয়েছে প্যান্থার, বাজি এবং এস ও এস কলকাতা রয়েছে। তিনটি ছবিই অ্যাকশন ঘরানার। একই সঙ্গে থ্রিলারধর্মী। নির্ভয়া নামের ছবি, তার সঙ্গে মুখ্য দুই চরিত্রকে দেখা যাচ্ছে আইনজীবীর পোশাকে, তা নিয়েই অনেকের প্রশ্ন, তবে কী নারকীয় গণধর্ষণের উপর ভিত্তি করেই ছবির গল্প এগোবে?

প্রিয়াঙ্কা-কে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত বিবাহ অভিযান ছবিতে। গত বছর থেকে লকডাউন এবং করোনা মহামারীর কারণে বড় পর্দায় সে ভাবে কোনও ছবি মুক্তি পায়নি। বড় পর্দার সঙ্গে সঙ্গে ওটিটিতেও চুটিয়ে কাজ করছেন তিনি। অন্য দিকে, গৌরব চক্রবর্তী-র শেষ মুক্তি পাওয়া ছবি এই আমি রেণু। চলতি বছরেই মুক্তি পেয়েছে ছবিটি। তাঁর সঙ্গে ছবিতে ছিলেন সোহম চক্রবর্তী এবং সোহিনী সরকার।

Advertisement

এ ুহূর্তে চারটি ছবি পোস্ট প্রোডাকশনে রয়েছে গৌরবের। পরিচালক সায়ন্তন ঘোষালের টেনিদা অ্যান্ড কোং এবং স্বস্তিক সংকেত। ইন্দ্রদীপ দাশগুপ্ত-র বিসমিল্লাহ। রাজর্ষি দে-র আবার কাঞ্চনজঙ্ঘা। মাস খানেক আগেই এই ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে গিয়েছিল ছবির গোটা ইউনিট।

 

Advertisement