Tollyood Celebs Bhaiphota: মাদুরে বসে ফোঁটা নিচ্ছেন দেব! কোয়েলে ছেলে- মেয়ের আদুরে মুহূর্ত, তারকাদের ভাইফোঁটার ঝলক

Bhaiphota 2025 celebrations: ভাই- দাদার দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে দিদি-বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। শুভ দিন উদযাপনে বাদ যান না তারকাও। রইল টলি তারকাদের ভাইফোঁটা উদযাপনের নানা মুহূর্ত।

Advertisement
মাদুরে বসে ফোঁটা নিচ্ছেন দেব! কোয়েলে ছেলে- মেয়ের আদুরে মুহূর্ত, ভাইফোঁটার ঝলক তারকাদের ভাইফোঁটা (ছবি: ইনস্টাগ্রাম)

বাঙালিদের বারো মাসে তের পার্বণ। বিভিন্ন উৎসবের মধ্যে, ভাইফোঁটা অন্যতম গুরুত্বপূর্ণ।  ভাই- দাদার দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে দিদি-বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। শুভ দিন উদযাপনে বাদ যান না তারকাও। রইল টলি তারকাদের ভাইফোঁটা উদযাপনের নানা মুহূর্ত।

দেব ভাইফোঁটার ছবি শেয়ার করেছেন। টলিউড মেগাস্টারের বোন দিপালী তাঁর দাদার কপালে ফোঁটা দিচ্ছেন। পাস্টিকের রঙিন মাদুরের উপর হাঁটু মুড়ে বসে আছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। সঙ্গে রয়েছে তাঁদের আদরের পোষ্য। সামনে প্লেটে সাজানো কাজু বরফি। সম্প্রতি দিপালীকে সোশ্যাল মিডিয়ায় খুবই দেখা যায়। নেটিজেনদের অনেকেই তাঁকে নিয়ে নানা প্রশ্ন করেন।  

দিপালী বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন। টলিপাড়ার সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ কলকাতায় তাঁর একটি স্যালোঁ আছে। বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরে, বাবা-মা ও দাদার সঙ্গেই থাকেন তিনি। দেবের ছবির শ্যুটিং থেকে শুরু করে ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখা যায় দিপালীকে। 


  

 

কোয়েল মল্লিক নিজের সোশ্যাল পেজে ভাগ করে নিয়েছেন মল্লিকবাড়ির একগুচ্ছ ছবি। যেখানে একদিকে যেমন রয়েছে তাঁর ছেলে- মেয়ে কবীর ও কাব্যর ভাইফোঁটার আদুরে মুহূর্ত। এটাই তাঁদের জীবনের প্রথম ভাইফোঁটা। অন্যদিকে রঞ্জিত মল্লিকের কাঁপলে ফোঁটা দিচ্ছেন তাঁর বোন। এদিন গোলাপি লহেঙ্গায় সেজেছে কাব্য। অন্যদিকে কবীরের পরনে হলুদ পাঞ্জাবি। বোনের থেকে ফোঁটা নিয়ে বেজায় খুশি সে। ছবিতেই সে প্রমাণ মিলছে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

এছাড়াও টলিপাড়ার নায়িকারা দলে দলে যোগ দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইফোঁটা অনুষ্ঠানে। সেখানে সায়নী ঘোষ গাইলেন লোকসঙ্গীত এবং গানের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন মানালী দে, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুন্ডুরা। এছাড়াও শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, কৌশানী মুখোপাধ্যায়, তৃণা সাহা, জুন মালিয়া, অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো অভিনেত্রীরা এদিন হাজির হয়েছিলেন সেখানে। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement