প্রসেনজিৎ, ঋতুপর্ণার ছবি নয়ের দশকের সেরা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ সময় ধরে জুটিতে বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি দিয়েছেন তাঁরা। ছবির পাশাপাশি রয়েছে জুটির ছবির একাধিক জনপ্রিয় গান আজও হিট। মাঝে দীর্ঘ বিরতির পর 'প্রাক্তন' ছবিতে ফের জুটিতে নজর কাড়েন প্রসেনজিৎ -ঋতুপর্ণা।
এরপর ২০১৮ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'দৃষ্টিকোণ'-এ শেষ একসঙ্গে দেখা যায় তাঁদের। টলিউডের অন্যতম সেরা জুটিকে ফের পর্দায় দেখার অপেক্ষায় ছিল ফ্যানেরা। এরপর সুখবর মেলে,জীবনের পঞ্চাশতম ছবিতে তাঁরা জুটি বাঁধেন ২০২৪ সালে। মুক্তি পায় 'অযোগ্য'। জানুন, স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী বক্স অফিসের নিরিখে কতটা সফল ছিল প্রসেনজিৎ - ঋতুপর্ণার এই ছবি।
আরও পড়ুন: বিয়ে নিয়ে ট্রোলিংয়ের বড় প্রভাব পড়েছিল! মুখ খুললেন পরম
ছবি: অযোগ্য
* প্রযোজনা সংস্থা: সুরিন্দর ফিল্মস
* পরিচালক: কৌশিক গঙ্গোপাধ্যায়
* অভিনয়ে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ২.৯৮ কোটি
* ভারতে নেট কালেকশন- ২.৬৯ কোটি
পুরীতেই হয়েছে 'অযোগ্য' ছবির একটা বড় অংশের শ্যুট। ছবির খবর চাউর হতেই, দারুণ উৎসাহিত হয়ে পড়ে দর্শক। সোশ্যাল মিডিয়ায় সে প্রমাণ মেলে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অনুপম রায়, শিলাজিৎ মজুমদার, রণজয় ভট্টাচার্যের মতো সঙ্গীতশিল্পীদের কণ্ঠে ছিল 'অযোগ্য'-র গান। ২০২৪-র ৭ জুন, বড় পর্দায় জুটিতে হাফ সেঞ্চুরি করেন প্রসেনজিৎ - ঋতুপর্ণা।
আরও পড়ুন: মান, অভিমান অতীত! ভরপুর রোম্যান্স নিয়ে ফের জুটিতে দেব ও শুভশ্রী
২০০১ সালে প্রসেনজিৎ - ঋতুপর্ণা ঠিক করেন, তাঁরা আর একসঙ্গে কাজ করবেন না। এরপর তাঁদের একই ছবিতে অভিনয় করানোর জন্য বহু পরিচালক- প্রযোজকের চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু কাজটি করে দেখান নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রায় দীর্ঘ ১৫ বছর পর প্রেমের গল্প, 'প্রাক্তন'-এ ফের এক ফ্রেমে ধরা দেন প্রসেনজিৎ- ঋতুপর্ণা। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ'-এ একসঙ্গে অভিনয় করলেন আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। প্রায় দীর্ঘ ৫ বছর পর, কৌশিকের হাত ধরেই একসঙ্গে পর্দায় ফেরেন তাঁরা।
২০২৫-এ জুটির সুপারহিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' মুক্তির ২৫ বছর পূর্ণ হয়। আইকনিক ছবি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া একটা ট্রেন্ড। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে গত বছর জামাইষষ্ঠী আগে ফের মুক্তি পায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'।
আরও পড়ুন: বছরের শুরুতে শোভন, সোহিনীর রোম্যান্স! আর কারা ছিলেন বর্ষবরণের পার্টিতে?
প্রসঙ্গত, 'অযোগ্য' মুক্তির প্রায় বছর দুয়েক পড়ে ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই জুটিতে বড় পর্দায় ফিরছেন 'প্রসেনপর্ণা'। নতুন বছরের শুরুতেই মিলেছে সুখবর। জানা যাচ্ছে, খুব শীঘ্রই তাঁদের নতুন ছবিতে দেখা যাবে। অনেকের মনে প্রশ্ন তাহলে কী এবার 'অযোগ্য ২' আসতে চলেছে? এই প্রশ্নের উত্তর এখনও দেননি নির্মাতা বা কলাকুশলীদের কেউই। তবে বলা বাহুল্য বড় চমক আসতে চলেছে।