গোয়েন্দা গল্পের উপর বরাবর দর্শক বা পাঠকের আগ্রহ বেশি। তা সে বইয়ের পাতা হোক কিংবা পর্দা রহস্যের প্রতি সকলের টান বেশি। মাধ্যম যেটাই হোক না কেন, থ্রিলার, গোয়েন্দা কনটেন্ট কিংবা গোয়েন্দা চরিত্ররা সহজে মানুষের মনের কাছে পৌঁছায়। এরকমই একদল গোয়েন্দা মুম্বইয়ের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কাজ করে। গত প্রায় দুই দশক ধরে একের পর এক জটিল সব কেসের সমাধান করছেন এসিপি প্রদ্যুম্ন ও তাঁর টিম। ২০১৮ সালে শেষ সম্প্রচার হয়েছিল। কিন্তুও দর্শক নেটমাধ্যমে উপভোগ করেন 'সিআইডি'-র প্রতিটা পর্ব।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করতেন, আবার কবে টেলিভিশনের পর্দায় দেখা যাবে 'সিআইডি'? এবার তাদের জন্যে রয়েছে দারুণ সুখবর। ফিরছে জাতীয় টেলিভিশনে প্রচারিত দীর্ঘতম ক্রাইম ড্রামা শো 'সিআইডি'। সোনি টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যা দেখে আন্দাজ করা যাচ্ছে,এটি 'সিআইডি'-র প্রোমো।
চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্ন অর্থাৎ অভিনেতা শিবাজী সত্যম হাতে ছাতা নিয়ে কালো ওভারকোট পরে, ভারী বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামেন। সামনে কিছু দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাট টু- বিগ ক্লোজ আপে অভিজিৎ অর্থাৎ অভিনেতা আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ। আবহে শোনা যাচ্ছে, 'সিআইডি'-র সেই ক্লাসিক থিম মিউজিক। নস্টালজিয়া উস্কে দেওয়া এই প্রোমোটি মুহূর্তে ভাইরাল হয়েছে। কী কী চমক থাকছে, তা জানা যাবে আগামী ২৬ তারিখ। কারণ এদিন আরও একটি প্রোমো সামনে আসবে।
বি-টাউন সূত্রের খবর, আগামী নভেম্বর মাস থেকে মুম্বইতে 'সিআইডি'-র শ্যুটিং শুরু হবে। দর্শকদের কাছে এই জনপ্রিয় শোয়ের চাহিদা তুঙ্গে। এজন্যে নির্মাতারা ফের 'সিআইডি' সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, দীর্ঘ বিরতির পর ভাল চিত্রনাট্য তৈরি হয়েছে। ৬ বছর পর ফিরছে শো। সব ঠিক থাকলে এবছর বড়দিনে শুরু হবে আইকনিক ক্রাইম ড্রামা সিরিজ 'সিআইডি'।