অঙ্কুশ হাজরা ও দেব (ছবি: ফেসবুক)শাহরুখের খানের ছবিতে ক্যামিও চরিত্রে সলমন খান, কিংবা সলমনের ছবিতে শাহরুখ, এটা বলিউডের খুব পরিচিত দৃশ্য। তবে টলিউডও ধীরে ধীরে এই পথ অবলম্বন করছেন। টলিপাড়ায় শোনা যাচ্ছে এক নতুন জল্পনা। এবার নাকি দেবের ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। উল্টো দিকে, অঙ্কুশের ছবিতেও একিভাবে থাকবেন দেব।
স্টুডিওপাড়ার এই খবর রটতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেব ও অঙ্কুশ অনুগামীদের মধ্যে। খবর অনুযায়ী, দেবের নতুন ছবি 'খাদান'-এ দেখা যাবে অঙ্কুশকে। অন্যদিকে অঙ্কুশের 'মির্জা' ছবিতে দেবকে দেখা যেতে পারে। যদিও এবিষয় এখনও পর্যন্ত কোনও সিলমোহর মেলেনি দুই ছবির নির্মাতা বা কলাকুশলীদের তরফে। তাই এই মুহূর্তে সবটাই জল্পনা হিসাবেই রয়েছে। তবে খবরটি যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এটি টলিউডের বড় খবর হবে।
নতুন বছরের শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছেন দেব। জোড়া নতুন ছবির ঘোষণা করেছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। শুধু তাই নয়, এবছরই পাইপলাইনে রয়েছে আরও কয়েকটি ছবি। ২০২৪-এর প্রথম দিনই দেবের নতুন ছবি 'খাদান'-র প্রথম ঝলক প্রকাশ্যে আসে। 'খাদান'-এ দেবের নায়িকা ইধিকা পাল, একথা এখন সবাই জানেন। তবে এবার শোনা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন আরও দুই নায়ক। ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী, যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্তকেও দেলহা যেতে পারে প্রথমবার দেব প্রযোজিত ছবিতে। চমক এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, এই ছবিতে প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে দেবকে। পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করবেন তিনি।
অন্যদিকে, 'মির্জা' নিয়ে বেশ আশাবাদী অঙ্কুশ। এটাই তাঁর প্রযোজনার সংস্থার ব্যানারের প্রথম ছবি। একেবারে নয়া অবতারে, নতুন চমক নিয়ে সকলের সামনে মির্জা রূপে চমক দিয়েছিলেন অঙ্কুশ। অ্যাকশনধর্মী এই ছবিতে সুন্দরী মাছওয়ালির চরিত্রে দেখা যাবে অঙ্কুশের গার্লফ্রেন্ড- অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। সব ঠিক থাকলে, আগামী ইদে মুক্তি পাবে 'মির্জা'। তবে দেবের 'খাদান' কবে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।