ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আর বছরের শেষ মাস আসতেই 'খাদান' নিয়ে বিরাট ব্যস্ততা শুরু হয়েছে দেব সহ টিম 'খাদান'-র। ঐতিহ্য মেনে টলিউড সুপারস্টারের জন্মদিনে এবারও তাঁর ছবি মুক্তি পাবে। এই বড়দিনে মুক্তি পাবে 'খাদান'। দিনরাত এক করে ছবির প্রচার সারছেন দেব। বাসে করে বাংলার মাটিতে ঘুরছেন 'খাদান'-র গোটা টিম। চলছে 'ছবির 'বেঙ্গল ট্যুর'। দুর্গাপুর, আসানসোলের পর টলিউডের 'রাজার রাজা' শুক্রবার সাত সকালে পৌঁছলেন বীরভূমে। ভক্তিভরে তারা মায়ের পুজো দিলেন তারাপীঠ মন্দিরে।
টলিপাড়ার সূত্র বলছে, শুধু ‘খাদান’-র সাফল্যের জন্য পুজো নয়, তারাপীঠ থেকে দেব রওনা দিয়েছেন তাঁর নতুন ছবির শ্যুটিং লোকেশনে। মনে করা হচ্ছে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'রঘু ডাকাত'-র শ্যুটিংয়ের জন্যই এই মুহূর্তে বীরভূমে রয়েছেন তিনি। যদি এই বিষয়ে এখনই খোলসা করতে চাননি ছবির টিম।
'খাদান'-র পরিচালকের আসনে বসছেন সুজিত দত্ত। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে। ২০২৪-র প্রথম দিন দেবের এই নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই, দর্শকের মধ্যে কৌতূহলের পারদ চড়তে থাকে। 'খাদান'-র গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, রাজনীতি সহ নানা বিষয়। সেই সঙ্গে পর্দায় ফুটে উঠবে শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব। এক কথায় বলা যায়, কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হবে 'খাদান'।
মোহন দাসের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। বৈষ্ণব ধর্মাবলম্বী মোহন, একটা সময় কীর্তন গাইতেন। ছবিতে যিশুর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে স্নেহা বসুকে। অন্যদিকে পুরুলিয়ার বাসিন্দা শ্যাম মাহাতো, সেই কয়লা খনি অঞ্চলেই আসে কাজের সন্ধানে। শ্যাম মাহাতো চরিত্রে অভিনয় করছেন দেব। ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে দেবকে। পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সিলমোহর আসেনি নির্মাতাদের তরফে। তবে জল্পনা যদি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে দেবের ফ্যানেদের জন্য একটি বড় উপহার হবে। খবর অনুযায়ী, দেবের অল্প বয়সি চরিত্রের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। অন্য দিকে বয়স্ক চরিত্রটির বিপরীতে থাকছেন বরখা বিস্ত সেনগুপ্তকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী।