Dev Movies Releasing On 2026: ৩ বড় ছবির ঘোষণা দেবের, রয়েছে ২ সিক্যুয়েল! ২০২৬-র শুরু থেকেই জব্বর টক্করের ইঙ্গিত

Tollywood Movies 2026: গত বছরের শুরুতেই ঘোষণা করে দিয়েছিলেন, বছরভর দর্শককে কী কী উপহার দেবেন। ২০২৬-র শুরুতেও অন্যথা হল না। চলতি বছরে তিন বড় ছবি আনতে চলেছেন তিনি।

Advertisement
৩ বড় ছবির ঘোষণা দেবের, রয়েছে ২ সিক্যুয়েল! ২০২৬-র শুরু থেকেই জব্বর টক্করের ইঙ্গিত  দেবের ২০২৬-র ছবি

২০২৫-এ বাম্পার হিট হয়েছে দেবের সব ছবি। বছরের শেষে মুক্তিপ্রাপ্ত 'প্রজাপতি ২'-ও বক্স অফিসে দারুণ লক্ষ্মীলাভ করছে। এদিকে ছবি মুক্তি নিয়ে দেবের সঙ্গে স্ক্রিনিং কমিটির দূরত্ব ক্রমে বাড়ছে। দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব আর রাখঢাক নেই, সবটাই প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে নতুন বছরের প্রথম দিনে বড় ঘোষণা করলেন 'টলিউডের রাজার রাজা'। 

গত বছরের শুরুতেই ঘোষণা করে দিয়েছিলেন, বছরভর দর্শককে কী কী উপহার দেবেন। ২০২৬-র শুরুতেও অন্যথা হল না। চলতি বছরে তিন বড় ছবি আনতে চলেছেন তিনি। যার মধ্যে একটি ছবি সম্পর্কে ইতিমধ্যে সকলেই জানলেও, বাকি দুটো বড় চমক। কারণ এবার নিজের দুই সফল ছবির সিক্যুয়েল আনতে চলেছেন মেগাস্টার। 

বাইক অ্যাম্বুলেন্স দাদা

জীবনের ৫০ তম ছবি হিসেবে দেব বেছে নিয়েছেন করিমুল হকের জীবনীকে। ছবির নাম 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। জানা যাচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবিটি। বিনয় মুদগিল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবিটি আসবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স এবং নন্দী মুভিজের ব্যানারে। 

 

 

আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত! সোশ্যালে ভিডিও শেয়ার করলেন রাজ, শুভশ্রী

টনিক ২

ইচ্ছেপূরণ করতে ২০২১-র বড়দিনের আগে বাঙালি দর্শকরা উপহার পেয়েছিল 'টনিক'। অতনু রায় চৌধুরী প্রযোজিত, অভিজিৎ সেন পরিচালিত এই ছবি, মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। 'হাউজফুল' শোয়ের জেরে, বিভিন্ন মাল্টিপ্লেক্সে বাড়াতে হয় সংখ্যা। সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদের মুখে মুখে প্রশংসিত হয় 'কাকা' ও তাঁর 'টনিকের' দারুণ বন্ডিং। এবার ফিরতে চলেছে সেই কাকা- ভাইপো জুটি। ২০২৬-এ আসছে 'টনিক ২'। এবারও মুখ্য চরিত্রে থাকছেন দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় । আগের ছবিতে তনুশ্রী চক্রবর্তী, শকুন্তলা বড়ুয়া, সুজন মুখার্জী,কনীনিকা বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। তবে এবার আর কারা কারা থাকছেন, তা এখনও জানা যায়নি। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো 'সারেগামাপা' এবং 'ডান্স বাংলা ডান্স'-র পরিচালক অভিজিৎ সেনের প্রথম বড় পর্দার কাজ ছিল এটি। এরপর তাঁর পরিচালনায় আরও সফল ছবি পেয়েছে টলিউড। তাই নিঃসন্দেহে 'টনিক ২' নিয়ে সকলের উৎসাহ, কৌতূহল থাকবে।

Advertisement

 

খাদান ২

২০২৪-র বড়দিনে মুক্তি পেয়েছিল 'খাদান'। ছবির গান, জুটি আজও হিট। বক্স অফিসেও বিরাট ঝড় তুলেছিল। এই ছবির বিশ্বব্যাপী নেট কালেকশন প্রায় ৯.২৩ কোটি এবং ভারতে নেট কালেকশন প্রায় ৮.২৪ কোটি টাকা। নতুন বছরের শুরুতেই দেব ঘোষণা করেন, এবছরই আসছে 'খাদান ২'। এদিকে স্ক্রিনিং কমিটির সমস্যায় দেবের বিপরীত পক্ষেই রয়েছেন ছবির এক প্রযোজক নিসস্পাল সিং রানে। অনেকেই মনে করেছিলেন, সেই প্রভাব হয়তো এই ছবির উপরও পড়বে। যদিও ১ জানুয়ারি তাদের সেই ভুল ভেঙেছে। 'খাদান'-র প্রচারের সময়ের বেঙ্গল ট্যুরের একটি ছবি শেয়ার করে এই সুখবর সকলকে দেন দেব।  

আরও পড়ুন: সাহেবের পরিবারের সঙ্গে বর্ষবরণের পার্টিতে সুস্মিতা! প্রেমে সিলমোহর কবে?

 

'খাদান'-এ পরিচালকের আসনে বসছিলেন সুজিত দত্ত। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ প্রযোজনায় মুক্তি পায় ছবিটি। গল্পে উঠে আসে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, রাজনীতি সহ নানা বিষয়। সেই সঙ্গে পর্দায় ফুটে ওঠে শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব। এক কথায় বলা যায়, কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয় 'খাদান'। আগের ছবির শেষে ইঙ্গিত ছিল সিক্যুয়েল আসবে। এবার জানা যাচ্ছে দর্শকের অপেক্ষার আর বেশি মাসের নয়।   
   
'খাদান'-এ মোহন দাসের চরিত্রে নজর কেড়েছেন যিশু সেনগুপ্ত। এছাড়াও ইধিকা পাল, বরখা বিস্ত সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টচার্যর মতো শিল্পীরা গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। এবার কারা থাকবেন তা এখনও জানা যায়নি। তবে, ছবিতে থাকার সম্ভাবনা রয়েছে কোয়েল মল্লিকের। এপ্রসঙ্গে সম্প্রতি নায়িকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময়ে জনপ্রিয় ছিল। ভাল গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে।" 

আরও পড়ুন: বাজিমাত নতুন মেগার, প্রথম দশে ১৪ সিরিয়াল! বছরের শেষ বেঙ্গল টপার কে?
   

প্রসঙ্গত, সাধারণত স্বাধীনতা দিবস, দুর্গাপুজো এবং বড়দিনের আগে মুক্তি পায় দেবের ছবি। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' আসবে স্বাধীনতা দিবসের আগে। বাকি পড়ে রইল 'টনিক ২' ও 'খাদান ২'। এবার দেখার পুজো এবং বড়দিনে কোনটা মুক্তি পায়। তবে বলাই বাহুল্য ২০২৬-এ টলিউডে জব্বর টক্কর হতে চলেছে। 

 

POST A COMMENT
Advertisement