Dev Raghu Dakat New Look: চোখে- মুখে প্রতিশোধের আগুন! নয়া লুকে সামনে এলেন 'রঘু ডাকাত'- দেব

Raghu Dakat New Bangla Movie: পর্দায় রঘু ডাকাত হয়ে উঠতে কঠোর পরিশ্রম করেছেন টলিউড মেগাস্টার। ঘোড়া সওয়ারি শিখেছেন। সেই সঙ্গে প্রশিক্ষণ নিতে হয়েছে আরও অনেক কিছুর। সে ছবিও নিজেই সোশ্যাল পেজে শেয়ার করেছিলেন তিনি।

Advertisement
চোখে- মুখে প্রতিশোধের আগুন! নয়া লুকে সামনে এলেন 'রঘু ডাকাত'- দেবরঘু ডাকাত রূপে দেব (ছবি: সংগৃহীত)

মাথায় লম্বা উশকো খুশকো চুল, মুখ ভর্তি লম্বা দাড়ি, হাতে ধারালো অস্ত্র, অন্যদিকে করছেন ঘোর সওয়ারি। চোখে- মুখে প্রতিশোধের আগুন। এভাবেই নয়া লুকে সামনে এলেন দেব। এবার রঘু ডাকাত রূপে সামনে আসছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। একথা এখন সকলেরই জানা। ২০২৫-র দুর্গা পুজোয় আসছে বহু প্রতীক্ষিত ছবি 'রঘু ডাকাত'। তারই নতুন পোস্টার প্রকাশ্যে। 

ছবির খবর চাউর হওয়ার পর থেকেই দারুণ উৎসাহ- উত্তেজনা দেব-প্রেমীদের মনে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সে প্রমাণ মেলে। এই মুহূর্তে চলছে 'রঘু ডাকাত' ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।' ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে দেব- শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। এই ছবির মুক্তি পরবর্তী প্রচার সেরেই 'রঘু ডাকাত'-র প্রচার কাজ শুরু করবেন দেব।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

 

পর্দায় রঘু ডাকাত হয়ে উঠতে কঠোর পরিশ্রম করেছেন টলিউড মেগাস্টার। ঘোড়া সওয়ারি শিখেছেন। সেই সঙ্গে প্রশিক্ষণ নিতে হয়েছে আরও অনেক কিছুর। সে ছবিও নিজেই সোশ্যাল পেজে শেয়ার করেছিলেন তিনি। শ্যুটিং চলাকালীন চুল- দাড়ি কাটেননি বহু দিন। প্রস্তুতি বা লুকে এক ফোঁটাও খামতি রাখতে চাননি তিনি।    

বছর চারেক আগে প্রথম শোনা যায়,  রঘু ডাকাত রূপে সামনে আসবেন দেব। বারবার বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। এরপর নানা জট কেটে, শুরু হয় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবির শ্যুট। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।  দেবের ছবিতে ফের জায়গা পাকা করেছেন ইধিকা পাল। শুধু তাই নয়, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। এই প্রথম দেবের ছবিতে কাজ করবেন নায়িকা। এছাড়াও 'রঘু ডাকাত'-এ দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য ও রূপা গঙ্গপাধ্যায়কে।     

অষ্টাদশ শতাব্দীর সময়কালে বাংলার সাধারণ মানুষের নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে 'মসিহা' হয়ে পাশে দাঁড়িয়েছিলেন রঘু ডাকাত। 'লার্জার দ্যান লাইফ' এই কাল্পনিক গল্পের নায়ক রঘু আজও বাঙালিদের মনে বেঁচে আছেন। এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তাই সেরা অভিনয় দক্ষতাটুকু দিয়েই নিজেকে উজার করে দেবেন দেব। এমনটাই আশা পর্দার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী- দেবের। 'গোলন্দাজ' -এর চূড়ান্ত বক্স অফিস সাফল্যের ফর ফের জুটিতে কাজ করবেন ধ্রুব -দেব। বলাই বাহুল্য দর্শকদের প্রত্যাশাও থাকবে তুঙ্গে। 

Advertisement

মা কালীর সঙ্গে রঘু ডাকাতের নাম বার বার উঠে আসে। কারণ তিনি ছিলেন কালীর একনিষ্ঠ উপাসক। এমনকী ডাকাতি করতে বেড়ানোর আগেও কালিকার পুজোই করতেন তিনি। এই রঘু ডাকাতকে ঘিরে রয়েছে নানা জল্পনা, গল্পকথা। বলা ভাল তাঁকে নিয়ে বাঙালিদের কৌতূহলের শেষ নেই। এখন যেন তিনি 'রহস্য' হয়েই রয়েছেন বাঙালি মননে। শোনা যায়, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে এক সময় প্রতিষ্ঠিত ছিল এক ডাকাত কালী মন্দির। যা মূলত রঘু ডকাতের মন্দির নামেই পরিচিত। 

প্রচলিত কথা অনুযায়ী, ইংরেজরাও ভয় পেতেন এই রঘুকে। অত্যাচারী জমিদারদের থেকে লুথ করে আনা ধন -সম্পদ তিনি মিলিয়ে দিতেন গরীবদের মধ্যে। তবে শুধু হুগলী না, বর্ধমান, মুর্শিদাবাদ সহ আরও একাধিক জায়গায় রঘু ডাকাতের প্রতিষ্ঠিত কালী মন্দিরের কথা শোনা যায়। হাতেনাতে প্রমাণ না মিললেও, অনন্ত লোক মুখে শুনে যুগ যুগ ধরে এটাই বিশ্বাস করা হয় যে বাস্তবে তিনি ছিলেন।  

 

POST A COMMENT
Advertisement