
দূরত্ব তৈরি হয়েছে টলিউডের পাওয়ার কাপল দেব ও রুক্মিণী মৈত্রের মধ্যে। এই জল্পনাই গত কয়েকদিন ধরে ঘুরছে বাংলা ইন্ডাস্ট্রির অন্দরে। যা শুনে বিরাট চিন্তায় ছিলেন তারকা জুটির অনুগামীরা। ফ্যান থেকে শুরু করে অন্যান্য তারকাদের একটাই আলোচনা, সত্যিই কি চিড় ধরেছে দেব- রুক্মিণীর প্রেমে? ২৫ ডিসেম্বর, বড়দিন। তব এদিন দেবেরও জন্মদিন। বিশেষ দিনে সবটা পরিষ্কার হয়ে গেল সকলের সামনে।
দেব- রুক্মিণীর সম্পর্কে সমস্যা হয়েছে, এই জল্পনার সূত্রপাত হয় দেবের করা একটি মন্তব্যের পরে। এক সংবাদমাধ্যম তাঁর 'সিঙ্গেল' অর্থাৎ একাকী ইন্টারভিউ করতে চেয়েছিলেন। এর উত্তরে টলিউডের রাজার রাজা বলেন, 'আমি তো সিঙ্গেলই...।' এরপরই শোনা যায়, দেবকে ইনস্টাতে আনফলো করেছেন রুক্মিণী। ব্যাস! এরপর থেকেই শুরু হয় চর্চা। এরই মাঝে আরও একটি খবর রটে যায়। নতুন নায়িকা ইধিকা পালের সঙ্গে নাকি দেবের ঘনিষ্ঠতা বেড়েছে। আসলে 'খাদান'-র প্রচারের সময় দেব- ইধিকার অনস্ক্রিন রসায়ন, অফস্ক্রিনেও দেখা যায়।
অনেকেরই এবছর অপেক্ষায় ছিলেন দেবের জন্মদিনের, নানা প্রশ্নের উত্তর মিলবে সেই আশায়। দেবের জন্মদিনের পার্টিতে তাঁর সঙ্গেই সব সময় ছিলেন রুক্মিণী। শুধু তাই নয়, দেবের সঙ্গে তাঁর ছবির বিভিন্ন সুপারহাট গানে জমিয়ে নাচলেন তাঁর প্রেমিকা। সে তালিকায় ছিল 'পাগলু' থেকে শুরু করে ' মন মানে না'-র মতো গান। এদিন দু'জনেই পরেছিলেন কালো রঙা পোশাক। বার্থডে বয়কে 'স্পেশাল ফিল' করাতে, এদিন এতটুকুও ত্রুটি রাখেননি রুক্মিণী। দু'জনের এই রসায়ন দেখে অনেকেই নিশ্চিন্ত হয়েছেন এই আশায় যে, এত সহজে ভাঙবে না জুটির প্রেম।
দেবের জন্মদিনে তাঁকে নিয়ে কোনও বিশেষ পোস্ট না করলেও, পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রুক্মিণী। বার্থডে পার্টির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "তোমার কাছে গোটা বিশ্ব থাকুক, শুধু এই জন্মদিনে না, প্রতিটি দিন। অপ্রতিরোধ্য হও, অপরাজিত থাকো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের জন্য ভাল করো.. এবং মহাবিশ্বের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে... শুভ জন্মদিন দেব.. ভালোবাসা এবং ভাগ্য সব সময় থাকবে।"
প্রসঙ্গত, শুরুর পর থেকেই বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে 'খাদান'। দেব এরপর ব্যস্ত থাকবেন 'রঘু ডাকাত' ও 'প্রতীক্ষা'-র কাজে। অন্যদিকে রুক্মিণীর নতুন ছবি 'বিনোদিনী একটি নটীর উপখ্যান' মুক্তি পেতে পারে আগামী জানুয়ারি মাসে। জীবনের বেশিরভাগ ছবিতেই দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী। তাঁদের অভিনীত 'চ্যাম্প', 'ককপিট', 'কবীর', 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড', 'কিশমিশ'-র মতো ছবিগুলি বক্স অফিসে যথেষ্ট হিট।