Sabitri Chatterjee In Prodhan: দেব- সৌমিতৃষার 'প্রধান'-এ অভিনয় করবেন সাবিত্রী, কোন চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রীকে?

Sabitri Chatterjee In Prodhan: ছবির প্রি- প্রোডাকশন চলছে এই মুহূর্তে। চলতি মাসে খুব শীঘ্রই শুরু হবে এই ছবির কাজ। মুখ্য চরিত্রে কারা রয়েছে সেই খবর পাওয়া গেছে ইতিমধ্যে।

Advertisement
দেব- সৌমিতৃষার 'প্রধান'-এ অভিনয় করবেন সাবিত্রী, কোন চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রীকে?    সাবিত্রী চট্টোপাধ্যায়, দেব ও সৌমিতৃষা কুণ্ডু (ছবি: ফেসবুক)

দেবের নতুন ছবি 'প্রধান' আসার খবর চাউর হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহের শেষ নেই। কবে থেকে শ্যুটিং শুরু হবে, আর কে কে থাকবে এই নিয়ে নানা কৌতূহল রয়েছে অনুগামীদের মধ্যে। ছবির প্রি- প্রোডাকশন চলছে এই মুহূর্তে। চলতি মাসে খুব শীঘ্রই শুরু হবে এই ছবির কাজ। মুখ্য চরিত্রে কারা রয়েছে সেই খবর পাওয়া গেছে ইতিমধ্যে। এবার সামনে এল ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রীর নাম। 

আলোচনায় অভিজিৎ সেন পরিচালিত ও অতনু রায়চৌধুরী প্রযোজিত ছবি 'প্রধান'। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে। এর আগে 'টনিক', 'প্রজাপতি'-র মতো হিট ছবি সকলে উপহার দিয়েছেন এই ত্রয়ী। দেব ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে র‍য়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী। শোনা যাচ্ছে এই ছবিতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। দেবের আত্মীয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। 

দেবের সঙ্গে কাজ প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, "এখন সেই ধরনের কাজই করি যাতে মন থেকে সায় পাই। তা সে সিনেমা হোক বা সিরিয়াল, পছন্দের চরিত্র না হলে করি না। একজন প্রকৃত শিল্পীর কাছে অন্তত টাকাটাই সব নয়।" 

কিছুদিন আগে দেখা যায় বিছানায় উপুড় হয়ে শুয়ে আছেন দেব। তাঁর উন্মুক্ত পিঠের উপর এঁটে রয়েছে বিভিন্ন মাপের একাধিক কাপ। এই সাদা- কালো ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ার করেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। অনেকেই দেখে ভাবেন, হঠাৎ কী হল দেবের? কেউ আবার শুভেচ্ছা জানিয়েছিলেন। পোস্টের নীচে দেব লিখেছেন, "কষ্ট না করলে কিছু পাওয়া যায় না, পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি।" ক্যাপশন দেখে আরও আর বুঝতে বাকি থাকে না, আসলে পরের ছবি 'প্রধান'-র প্রস্তুতি শুরু করে দিয়েছেন টলি সুপারস্টার। দিন দুয়েক আগে শেষ করেছেন 'বাঘাযতীন'-র শ্যুট। মাঝে আর বিরতি না নিয়ে, তিনি ঢুকে গেলেন 'প্রধান'ছবির কাজে।    

Advertisement

বারবার নিজেকে ভেঙে- গড়েছেন দেব। চরিত্র নিয়ে নানা পরীক্ষা- নিরীক্ষা করে যাচ্ছেন। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, টনিক রূপে দর্শকেরা তাঁকে পছন্দ করেছেন। এবার বাঘাযতীন ও ব্যোমকেশ রূপে ধরা দেবেন তিনি। এই দুই ছবির কাজ শেষ। এরপর শুরু করেন 'প্রধান'-র প্রস্তুতি। নতুন ছবির জন্য কাপিং থেরাপি করছিলেন দেব। সেই ছবিই শেয়ার করেন সোশ্যাল পেজে।  শীতের ছুটিতে মুক্তি পাবে পারিবারিক ছবি 'প্রধান'।  
     
 

POST A COMMENT
Advertisement