শিরোনামে দেব- শুভশ্রী ও 'ধূমকেতু'। নানা জট কেটে, অবশেষে মুক্তি পেয়েছে এই বহু প্রতীক্ষিত ছবি। ১৩ বছর পরে 'দেশু' জুটিকে ফের পর্দায় দেখার উন্মাদনা চরমে। ছবি মুক্তির আগেই রমরমিয়ে অগ্রিম টিকিট বুকিং হয়েছে। এক কথায় বলা যায় 'ধূমকেতু'-জ্বরে কাবু ছিল দর্শক। প্রথম দিনেই বক্স অফিসে ছক্কা হাকিয়েছে এই ছবি। চার দিন পরে, ঠিক কত আয় করল? নিজেরাই শেয়ার করলেন পর্দার ভানু আর রূপা।
১০ বছর পরে ফের একসঙ্গে দেব- শুভশ্রী। 'দেশু' জুটিকে দারুণভাবে উদযাপন করছে অনুগামীরা। মুক্তির দিনই ২৫০-র বেশি শো হাউজফুল ছিল 'ধূমকেতু'-র। সেই সঙ্গে এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ২.১৮ কোটি টাকা। নির্মাতাদের তরফে দাবি করা হচ্ছে, এই প্রথম কোনও বাংলা ছবির প্রথম দিনের আয় এতটা হল। ইতিহাস গড়তে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দেব- শুভশ্রী।
সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবারেও ২৫০-র বেশি প্রেক্ষাগৃহ হাউসফুল এবং কিছু প্রায় হাউসফুল। নির্মাতাদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, চার দিনে দেব- শুভশ্রীর ছবির বক্স অফিস কালেকশন প্রায় ১০.১৬ কোটি টাকা। টিকিটের চাহিদা এখনও তুঙ্গে। বুক মাই শো-তে নজর রাখলেই সেই প্রমাণ মিলছে। এবার দেখার, আরও কতটা লক্ষ্মী লাভ করতে পারে 'ধূমকেতু'।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয় গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই। 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। এখন দেখার 'ধূমকেতু'-র বক্স অফিস সাফল্য কতটা হয়।