
দেব শুভশ্রীবেশ কিছু মাস ধরে শিরোনামে দেব- শুভশ্রী। নানা জট কেটে, 'ধূমকেতু' পেয়েছিল তাঁদের এই বহু প্রতীক্ষিত ছবি। ১৩ বছর পরে 'দেশু' জুটিকে ফের পর্দায় দেখার উন্মাদনা ছিল চরমে। ছবি মুক্তির আগেই রমরমিয়ে অগ্রিম টিকিট বুকিং হয়। এক কথায় বলা যায় সেসময় 'ধূমকেতু'-জ্বরে কাবু ছিল দর্শক। ছবি মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে। এমনকী, দুই তারকার মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। যা দেখে সকলের মনেই প্রশ্ন ছিল, এই দূরত্ব কি মিটবে? আদৌ কি আর একসঙ্গে কাজ করবেন 'দেশু'? ২০২৬-র শুরুতেই সেই সব প্রশ্নের উত্তর মিলেছে। নতুনভাবে ফিরছে 'দেশু'।
আবার বড় পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি। দেবের জীবনের ৫১ তম ছবি এবং জুটির সপ্তম ছবি আসছে এবছরের দুর্গাপুজোয়। চমক এখানেই শেষ নয়। এই ছবিতে থাকবে দু'জনের ভরপুর রোম্যান্স, অ্যাকশন ও রহস্য। নির্মাতাদের দাবি, এই রসায়ন সকলের মনে থেকে যাবে। চলতি সপ্তাহের শুরুতেই প্রথমবার একসঙ্গে লাইভ আসার কথা আগেও জানিয়েছিলেন টলি জুটি। সেজন্যে অধীর অপেক্ষায় ছিলেন অনুগামীরা। সকলেরই মনে কৌতূহল ছিল, কোন বড় ঘোষণা করবেন তাঁরা।
আরও পড়ুন: রেটিং চার্টে বড় চমক! এবার বেঙ্গল টপার কোন মেগা, সেরা দশে কারা?

ছবি নাম, পরিচালক, প্রযোজক সম্পর্কে এখনই মুখ খোলেননি দেব- শুভশ্রী। তবে সোমবারের লাইভে, নিজেদের এত বছরের কেরিয়ারের জার্নি, জুটি নিয়ে নস্ট্যালজিয়া শেয়ার করেছেন হালকা মেজাজে। ১৬ অক্টোবর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন মুক্তি পাবে 'দেশু৭' (এখনও নাম নিয়ে কাজ চলছে)। লাইভের শেষে, দেবের গলায় ছবি মুক্তি নিয়ে কিছুটা চিন্তার সুর থাকলেও, দারুণ আত্মবিশ্বাসী শুভশ্রী ভরসা জোগালেন দেবকে। সবশেষে জানা গেল বড় খবর। এর আগে, টলিউড কেন, অন্য কোনও ইন্ডাস্ট্রিতেও এরকম ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে।

সম্ভবত, প্রথমবার, ছবি মুক্তির ১০ মাস আগে থেকে শুরু হল অগ্রিম টিকিট বুকিং। দেব ঘোষণা করেন, ১৯ জানুয়ারি, সোমবার, দুপুর ৩টে থেকে 'দেশু৭'-র ফার্স্ট ডে ফার্স্ট শো, অর্থাৎ ১৬ অক্টোবর সকাল ৭.৩০ মিনিটের শো বুকিং করা যাবে। এই স্পেশাল গোল্ড টিকিটে রয়েছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ। প্রথম ২০০০ টিকিটের প্রতিটা টিকিটে দর্শকের অনন্য অভিজ্ঞতা হবে বলে প্রতিশ্রুতি দেন দেব। তিনি আরও বলেন, ফার্স্ট ডে ফার্স্ট শো একটা বড় ইভেন্টে পরিণত হবে। বুক মাই শো অ্যাপের মাধ্যমে এই টিকিট কাটা যাবে এবং ২৭- ২৮ তারিখ নাগাদ তাঁরা হাতে পাবেন।
আরও পড়ুন: বাঁশের মাথায় উঠে শুভশ্রীকে প্রেমের কথা জানালেন ভক্ত! শুনে নায়িকা যা করলেন...
'ধূমকেতু' প্রচারের সময় শুভশ্রী জানিয়েছিলেন, তাঁদের জুটি নিয়ে কোনও পরিচালক, প্রযোজক ভাবছেন না। মন পসন্দ গল্প, চিত্রনাট্য ও চরিত্র পেলেই তিনি দেবের বিপরীতে কাজ করতে প্রস্তুত। এই ছবির মুক্তির পর চিত্রটা একেবারে পাল্টে গিয়েছিল। ফের দূরত্ব তৈরি হয় দু'জনের মধ্যে। এক সাক্ষাৎকারে 'ধূমকেতু' ও শুভশ্রীকে নিয়ে মনখোলা কথা বলেন দেব। তাঁর বক্তব্যের সারমর্ম ছিল, 'দুই বাচ্চা'র মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন! এজন্যে ২০২৫-এ দাঁড়িয়ে 'ধূমকেতু' তৈরি করলে হয়তো শুভশ্রীকে মুখ্য চরিত্র না দিয়ে কোনও পার্শ্ব চরিত্রে কাজ দিতেন।

দেবের মন্তব্য নিয়ে সেসময় মুখ খুলেছিলেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, "কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও সমস্যা নেই। আমি 'সন্তান' করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না…।" এরপর প্রশ্ন আসে, আবার কী 'দেশু' কে একসঙ্গে দেখা যাবে? উত্তরে তিনি বলেন, "বাবা, আমি এইসব জানি না। জানি না, মা হয়ে গিয়েছি, মুখে সারল্য নেই।"
আরও পড়ুন: ৩ দিন পরে বিয়ে, তার আগে বাগদান সারলেন মধুমিতা! পাত্র কী করেন?
সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়- পিয়া চক্রবর্তীর ছেলের অন্নপ্রাশনে ফের মুখোমুখি হন তাঁরা। সেখানে নায়িকার সঙ্গে নিজেই কথা বলেন দেব। টলি মেগাস্টার ভুল বোঝাবুঝি মেটান দু'জনের মধ্যে। আর তারপরেই সুখবর পাওয়া যায়। যদিও ছবির নাম বা আরও তথ্য এখনও সামনে আসেনি। মুখে এক প্রকার কুলুপ এঁটেছেন দুই তারকার টিমের সদস্যরাও।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয় গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই। 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। 'ধূমকেতু'-ও বক্স অফিয়ে সফল। এখন দেখার, ফের পর্দায় 'দেশু' জুটির ম্যাজিক কতটা চলে।