Dev Versus Shiboprosad: গালিগালাজ করে শিবপ্রসাদেকে হুমকি দেবভক্তদের! পাল্টা দিলেন পরিচালক পত্নী

Tollywood Gossips: নেটমাধ্যমে হঠাৎই শিবপ্রসাদের উপর চড়াও হয়েছেন দেবের অনুগামীরা। কুরুচিকর মন্তব্য করে রীতিমতো পরিচালক- অভিনেতাকে হুমকি দিলেন একদল দেবভক্ত। 

Advertisement
গালিগালাজ করে শিবপ্রসাদেকে হুমকি দেবভক্তদের! পাল্টা দিলেন পরিচালক পত্নী

গত দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের  ছবি 'বহুরূপী'। ৭৫ দিনেরও বেশি সময় হাউজফুল হয়েছে এই ছবির একাধিক শো। এক কথায় ২০২৪ সালের সবচেয়ে সফল ছবির তালিকার একেবারে প্রথমের দিকেই রাখা যেতে পারে 'বহুরূপী'-কে। এরপরই বছরের শেষে মুক্তি পেল দেব- যিশুর ছবি 'খাদান'। একের পর এক মাইলফলক ছুঁয়ে ফেলছে। বক্স অফিসে বিরাট লক্ষ্মীলাভ করেছে এই ছবি।

এই অবধি তো সব ঠিক ছিল। কারণ যেই ছবিই চলুক, এতে আখেরে লাভ বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির। কিন্তু এতে সমস্যা শুরু হয়েছে কিছু মানুষের মধ্যে। নেটমাধ্যমে হঠাৎই শিবপ্রসাদের উপর চড়াও হয়েছেন দেবের অনুগামীরা। কুরুচিকর মন্তব্য করে রীতিমতো পরিচালক- অভিনেতাকে হুমকি দিলেন একদল দেবভক্ত। 

মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি সকলের সামনে তুলে ধরেন শিবপ্রসাদ পত্নী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেন। একাধিক মন্তব্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যেখানে শিবপ্রসাদকে ট্যাগ করে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ 

জিনিয়া এর উত্তরে পাল্টা লেখেন, 'ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়া জীবনের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের ছবিকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা 'পুষ্পা' বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…' 

 

 

প্রসঙ্গত, গত বছর পুজোয় মুক্তিপ্রাপ্ত একাধিক ছবির মধ্যে যেমন ছিল 'বহুরূপী', সেরকম মুক্তি পেয়েছিল দেবের ছবি 'টেক্কা'। কিন্তু শিবপ্রসাদের ছবি দেবের ছবিকে টেক্কা দিয়ে এগিয়ে যায়। আর সেটাই মেনে নিতে পারেনি দেব অনুগামীদের একাংশ। 

এদিকে ২০২৫-র পুজোয় আসছে, দেবের আরেক বড় ছবি 'রঘু ডাকাত'। নন্দিতা- শিবপ্রসাদ ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবছর পুজোতেও তাঁদের নতুন ছবি মুক্তি পাবে। গত পুজোয় সফল ছবি দেখে, হয়তো এখন থেকেই কিছুটা আশঙ্কিত দেবের ফ্যানেরা। যার বহিঃপ্রকাশ হয়েছে নেটমাধ্যমেই। এখন দেখার আগামী দিনে কোন কোন ছবি এগিয়ে থাকে।  

 

Advertisement

POST A COMMENT
Advertisement