২০২৪ সালে নতুন জীবনে পা রেখেছিলেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। গত বছর ১৫ জুলাই, চার হাত এক হয়েছিল জুটির। একেবারে নিজেদের মতো করে, 'প্রাইভেট' অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন তাঁরা। প্রায় এক বছরের প্রেম পরিণতি পায় এদিন। আজ, মঙ্গলবার জুটির বিয়ের প্রথম জন্মদিন। স্বাভাবিকভাবেই দিনটা বাড়তি স্পেশাল। যদিও বিকেল পর্যন্ত, শোভন- সোহিনীর তরফ থেকে কোনও বিশেষ পোস্ট নেই। তবে অনুগামী থেকে শুরু করে কাছের মানুষেরা শুভেচ্ছায় ভরিয়েছেন দু'জনকে।
তারকা জুটিকে শুভেচ্ছা জানাতে বাদ গেলেন না দীপ্সিতা ধরও। একথা অনেকেই জানেন, বাম নেত্রী আসলে শোভনের মাসতুতো বোন। দাদা- বৌদিকে নিয়ে আগেও নানা পোস্ট করেছিলেন তিনি। যদিও এর জেরে সোহিনীকে কম কটাক্ষ শুনতে হয়নি, নিন্দুকদের কাছে। অনেকে তাঁকে রাজনৈতিক রঙের দাগিয়ে দিয়েছিলেন। তবে বরাবরই 'কেয়ার নট অ্যাটিটিউট' রাখতে পছন্দ করেন টলিউড নায়িকা। ট্রোলিং, কটূ কথায় কান না দিয়ে, ননদের সঙ্গে সখ্যতা বজায় রেখেছেন।
ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন। একটি শোভন- সোহিনীর রিসেপশনের, অন্যটি সম্ভবত বিয়ের আগের। ক্যাপশনে লিখেছেন, "প্রথম ভরসাপূর্তির অনেক অনেক শুভেচ্ছা!" এই পোস্টটি নিজেদের স্টোরিতে শেয়ার করেছেন জুটি। কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়েছেন সকলে।
শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের প্রেম বেশ কিছুদিন ধরে ছিল ওপেন সিক্রেট। গায়কের থেকে নায়িকা প্রায় বছর ছয়েকের বড়। প্রেমে সিলমোহর পড়ার আগে, সেসময় পার্টি, ভ্যাকেশন থেকে যে কোনও উৎসবে তাঁদের নানা আদুরে মুহূর্তের ঝলক মিলত সোশ্যাল মিডিয়ায়। বিয়ের কিছু মাস আগে বিদেশে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এমনকী মাঝে মধ্যে দু'জনের ইনস্টা স্টোরিতে দেখা যেত আদুরে ছবি। এরপর বিয়ের দিন একেবারে সকলের সব প্রশ্নের উত্তর মেলে।
প্রসঙ্গত, সোহিনীর সঙ্গে সম্পর্ক- বিয়ের আগে একাধিক সম্পর্কে ছিলেন দু'জনেরই। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের প্রেম কারও অজানা না। ইন্ডাস্ট্রির গুঞ্জন দু'জনে সহবাস করতেন। শোভনকে আদর করে 'বাবিয়া' বলে ডাকতেন ইমন। এমনকী কাছের বন্ধু- বান্ধবরা ভাবতেও পারেননি, বিচ্ছেদ হবে তাঁদের। নেটমাধ্যমের তথ্য বলছে, শোভনের থেকে প্রায় বছর চারেকের বড় ইমন। কানাঘুষো শোনা যায়, জুটির মধ্যে বছরের ফারাক নিয়ে কোনও সমস্যা না থাকলেও, সেসময় এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল শোভনের পরিবারে।
সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। এই জুটির ব্রেকআপের সময় প্রথমে শোনা গিয়েছিল, কোনও তৃতীয় ব্যক্তির আগমনের বিচ্ছেদ হয়েছে। সেসময় শোভনের প্রাক্তন, ইমনের নাম উঠে আসে। যদিও এই জল্পনা ভুয়ো বলেই, জানান ইমন। সোহিনীর সঙ্গে সম্পর্কের আগে যেমন শোভনের একাধিক সম্পর্ক ছিল, সেরকমই সোহিনীও দীর্ঘদিন সহবাস করেছেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনীর প্রেম ছিল বলে, গুঞ্জন শোনা যায় স্টুডিওপাড়ার আনাচে- কানাচে।