টলিপাড়ার অন্যতম 'পাওয়ার কাপল' দীপঙ্কর দে ও দোলন রায়। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সকলের আগ্রহ অনেক বেশি। তার মধ্যে এই অসমবয়সী জুটিকে নিয়ে শুরু থেকেই সকলের বাড়তি আগ্রহ। তার কারণ তাঁদের বিরাট বয়সের ফারাক। দোলনের থেকে দীপঙ্কর প্রায় ২৬ বছরের বড়।
দীপঙ্কর- দোলনের সম্পর্কের খবর চাউর হওয়ার পর থেকেই, নানা চর্চা- নিয়ে আলোচনা হয়। যদিও সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে এখন তাঁরা চুটিয়ে দাম্পত্য উপভোগ করছেন। এবার খোলামেলাভাবে বেডরুম সিক্রেট শেয়ার করলেন, অভিনেত্রী।
বর্তমানে দীপঙ্কর ও দোলন 'হ্যাপিলি ম্যারেড কাপল'। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মনখোলা আড্ডার মাঝে প্রেম, শারীরিক সম্পর্ক থেকে সংসার নিয়ে কথাবার্তা বললেন অভিনেত্রী। যেহেতু দু’জনের মধ্যে বয়সের ফারাক অনেকটা, তাই তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কের সমীকরণ কেমন? দোলন বলেন, "একটা সময় পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তারপর যা হয় মেয়েরাই সব সময় কম্প্রোমাইজ করে। না হলে তো একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়।"
তিনি আরও বলেন, "ও তো আমার জীবনে প্রায় প্রথমই। আমি স্যাচুরেটেড হয়ে গিয়েছি। ও হয়তো শেষ বয়সে ওঁর পারা বা না পারা নিয়ে স্যাচুরেটেড হিয়ে গিয়েছে। কিছুটা মানিয়ে নেওয়া, কারণ মানুষটার ভালোবাসা এতটা বেশি যে, তখন এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। ওকে এগুলো অনুভব করতে দিইনি। তাতে কি সম্পর্কটা ঠিক থাকবে?
ছোটবেলা থেকেই জীবনে অনেক সমঝোতা করতে রয়েছে বলে জানান দোলন। পরিবার আর্থিকভাবে খুব একটা স্বচ্ছ্বলতা ছিল না। তাই লড়াইটা শৈশব থেকেই শুরু। দোলনের কথায়, মেয়েদের জীবনের সঙ্গে কম্প্রোমাইজ শব্দটা ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে।
প্রসঙ্গত, প্রায় দুই দশক সহবাস করার পর, অবশেষে ২০২০ সালে আইনি বিয়ে করেন দীপঙ্কর দে ও দোলন রায়। ২২ বছরের দীর্ঘ সম্পর্ক পায় পরিণতি। দু'জনের বয়সের ফারাক কখনও বাঁধা হয়ে দাঁড়ায়নি। বিয়ের পরের দিনই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দীপঙ্করকে। সেসময় কটূকথা বলতে ছাড়েনি নিন্দুকরা।