Tollywood Celeb Durga Puja: একরত্তি নডিবাবুকে নিয়ে প্রথমবার মহাষ্টমীর অঞ্জলি! আবেগে ভাসলেন পরমব্রত

Durga Puja 2025: পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর জন্য এবারের পুজো বাড়তি স্পেশাল। মাস চারেক আগে মা-বাবা হয়েছেন পিয়া চক্রবর্তী- পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তান এসেছে তারকা দম্পতির পরিবারে। 

Advertisement
একরত্তি নডিবাবুকে নিয়ে প্রথমবার মহাষ্টমীর অঞ্জলি! আবেগে ভাসলেন পরমব্রত ছেলেকে নিয়ে মণ্ডপে পরম- পিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজোয় গা ভাসিয়েছে আট থেকে আশি। সাধারণ মানুষ থেকে তারকা, সকলে মেতে উঠেছে উৎসবের আনন্দে। পুজো মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা, গান -বাজনা, প্রচুর সাজগোজ এবং ঢাকের আওয়াজ। বাদ যান না তারকারাও। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর জন্য এবারের পুজো বাড়তি স্পেশাল। মাস চারেক আগে মা-বাবা হয়েছেন পিয়া চক্রবর্তী- পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তান এসেছে তারকা দম্পতির পরিবারে। 

চতুর্থীর দিন ছেলের মুখ প্রকাশ্যে এনেছিলেন পরম- পিয়া। ছেলের নাম রেখেছেন নিষাদ (Nishad)। ডাকনাম নডি। নিষাদ শব্দের অর্থ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সপ্তম সুর । আর একটি অর্থ হল, যাকে দুঃখ ছুঁতে পারে না। টলিপাড়ার নতুন এই স্টারকিডের ছবি সামনে আসতেই তাঁকে আদর- ভালোবাসায় ভরিয়েছেন সকলে। মহাষ্টমীর দিন ফের একরত্তির ছবি সামনে আনলেন তারকা জুটি। 

মহাষ্টমীর আবেগপ্রবণ পোস্টের সঙ্গে আদুরে ছবির শেয়ার করেছেন পরমব্রত। বাবা- মায়ের সঙ্গে ম্যাচিং করে জামা পরেছে নডি। পরম পুত্রের পরনে হলুদ রঙা পাঞ্জাবি ও সাদা পাজামা। তাঁর সঙ্গে কাটানো প্রথম অষ্টমীর নানা মুহূর্ত লেন্সবন্দি করেছেন জুটি। পোস্টের ক্যাপশনে পরম লিখেছেন, "আমাদের তিনজনের একসঙ্গে মহাষ্টমীর অঞ্জলি এই প্রথমবার। মামার বাড়ির পাড়ায় , যেখানে বড় হয়েছি , বালিগঞ্জ স্টেশন রোডে...পুজোর এই দিনে প্রতি বছর এখানেই ফিরে যাই...সহজ সাধারণ মিষ্টি পাড়ার পুজো...বাবার ছোটবেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নডি বাবুর এই বার প্রথম আসা।" 

 

প্রসঙ্গত, আলোচনায় থাকেন পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। ২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেন জুটি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এর আগে, কিছু বছর প্রেমের পরে ২০১৫ সালে সঙ্গীতশিল্পী অনুপম রায়কে বিয়ে করেন পিয়া। কিন্তু বিয়ের ৬ বছর পরে ২০২১ সালে যৌথ বিবৃতি নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা জুটি। সে সময় কারণ হিসেবে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছে পরম-পিয়া। যদিও এরপর থেকে নিজেদের 'শুধু ভাল বন্ধু' হিসেবে পরিচয় দিয়েছিলেন দু'জনেই। কিন্তু শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement