মীনাক্ষী, মোহর, দুর্নিবার, হৃতজিৎ (ছবি: ফেসবুক)কথায় বলে, 'জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে'। কবে- কার সঙ্গে বিয়ে হবে, এটা কেউ বলতে পারে না। তার মধ্যে তারকাদের জীবনে কখন কী হয়, তা বলা খুব কঠিন। এক্ষেত্রেও বিষয়টা কিছুটা সেরকমই। দুই ভাঙা মন যখন মিলে যায়, তখন হয়তো এরকমই হয়। ঠিক যেমন মীনাক্ষী ও হৃতজিতের গল্প। তাঁরা দু'জনে সরাসরি তারকা না হলেও, বিনোদনের দুনিয়ার সঙ্গে যুক্ত। একজন, দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রী, অন্যজন গায়কের বর্তমান স্ত্রী ঐন্দ্রিলা সেন অর্থাৎ মোহরের প্রাক্তন প্রেমিক। এবার দুই প্রাক্তনের চার হাত এক হল। ঠিক যেন সিনেমার গল্প।
টলিপাড়ার খবর, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পাত্র হিসাবে তিনি বেছে নিয়েছেন হৃতজিৎ রায়চৌধুরিকে। তিনি হলেন ঐন্দ্রিলার প্রাক্তন প্রেমিক। অর্থাৎ দুই প্রাক্তন বসেছেন বিয়ের পিঁড়িতে। যদিও বিয়েটা হয়েছে বেশ কিছুদিন হল। কিছুদিন পরে, বৃহস্পতিবার একটি রিসেপশন পার্টির আয়োজন করেছেন। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করলেও, কোনও ছবি নেই। তাঁরা যে প্রেম করছেন, তা ঘুণাক্ষরেও কাওকে টের পেতে দেননি। সম্ভবত, চর্চা, কটাক্ষ থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত তাঁদের।
আরও পড়ুন: পরশুরামের সঙ্গে প্রফেসর বিদ্যার টক্কর জারি, বড় বদল রেটিং চার্টে! এবার বেঙ্গল টপার কে?
কলকাতার এক নামী প্রযোজনা সংস্থায় চাকরিরত হৃতজিৎ। মূলত ছবির কালার কারেকশন করেন তিনি। মোহরের সঙ্গে প্রেম নিয়েও একসময় বেশ চর্চায় ছিলেন তিনি। কিন্তু বেশ কয়েক বছর আগেই তাঁদের প্রেম ভেঙে যায়। অন্যদিকে ২০২২-এ প্রথম দিকে মীনাক্ষীর সঙ্গে বিচ্ছেদের খবর শোনা যায় দুর্নিবারের। সে সময় বিচ্ছেদের কারণ হিসাবে মনে করা হয়, তৃতীয় ব্যক্তির কথা। দুর্নিবারের জীবনে নতুন প্রেমই নাকি, মীনাক্ষীর সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরার কারণ। যদিও একথা সঠিক নয় বলে দাবি করেন দুর্নিবার- মোহর।
আরও পড়ুন: বাড়ির অমতে বিবাহিত পরিচালকের সঙ্গে সহবাসে টলি নায়িকা! নতুন জুটিকে নিয়ে জোর চর্চা
প্রসঙ্গত, দুর্নিবার- মীনাক্ষীর কাছাকাছি আসাও কিছুটা রূপকথার মতই ছিল। রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখেই দুর্নিবারের প্রেমে পড়েছিলেন মীনাক্ষী। এরপর সোশ্যাল মিডিয়ায় আলাপ ও একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান তাঁরা। প্রায় দু'বছর প্রেম করার পর ২০১৭ সালে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন এই জুটি। এরপরে দু'জনে এক সঙ্গেই থাকতেন তাঁরা। ২০২১ সালে সামাজিকভাবে বিয়ে করেন। সেই বিয়েও ছিল যথেষ্ট রাজকীয়। ২০২২ এর মাঝামাঝি আলাদা হয়ে যান মীনাক্ষী, দুর্নিবার। এরপর ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে আসেন দুর্নিবার। ২০২৩-র মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার ও মোহর। ২০২৪ সালে জন্ম হয় জুটির পুত্র সন্তান ধিয়ানের।