Dev Subhashree Gossips: 'দেশু'-র 'বন্ধুত্বে' ফাটল? 'দুই বাচ্চার মা…' মন্তব্য 'অসম্মানজনক'! দেবকে কড়া জবাব শুভশ্রীর

Tollywood Gossips: আবেগে ভাসছিল 'দেশু' অনুগামীরা। যার জেরে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার 'ভিলেন' হয়ে উঠেছিলেন রিলের জুটির বাস্তবের পার্টনার- রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। ছবি মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে।

Advertisement
'দুই বাচ্চার মা…' মন্তব্য 'অসম্মানজনক'! দেবকে কড়া জবাব শুভশ্রীরদেব, শুভশ্রী (ছবি: ফেসবুক)

শিরোনামে দেব- শুভশ্রী ও 'ধূমকেতু'। নানা জট কেটে, অবশেষে মুক্তি পেয়েছে এই বহু প্রতীক্ষিত ছবি। ১৩ বছর পরে 'দেশু' জুটিকে ফের পর্দায় দেখার উন্মাদনা ছিল চরমে। ছবি মুক্তির আগেই রমরমিয়ে অগ্রিম টিকিট বুকিং হয়। এক কথায় বলা যায় সেসময় 'ধূমকেতু'-জ্বরে কাবু ছিল দর্শক। প্রথম দিনেই বক্স অফিসে ছক্কা হাকিয়েছে এই ছবি। নির্মাতারা দাবি করে, এই প্রথম কোনও বাংলা ছবির প্রথম দিনের আয় এতটা হয়েছে। ইতিহাস গড়তে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দেব- শুভশ্রী। এই অবধি তো সব ঠিক ছিল। তবে ছবির রেশ কাটতেই, ফের দূরত্ব তৈরি হল জুটির মধ্যে? 

দেব- রুক্মিণী, রাজ- শুভশ্রী 

আবেগে ভাসছিল 'দেশু' অনুগামীরা। যার জেরে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার 'ভিলেন' হয়ে উঠেছিলেন রিলের জুটির বাস্তবের পার্টনার- রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। ছবি মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে। এমনকী 'ধূমকেতু'-র স্পেশাল স্ক্রিনিংয়েও হাজির ছিলেন না ছবির নায়িকা। দেব হাজির হয়েছিলেন রুক্মিণীকে নিয়ে। সেখানে টলিউড মেগাস্টারের গার্লফ্রেন্ডের মুখে শোনা যায়, 'আমি ছিলাম, আছি, থাকব...।" দেবের বাড়ির গণেশ পুজোতেও হাজির হয়ে ফটোসেশন করেছেন রুক্মিণী। অন্যদিকে শুভশ্রী ব্যস্ত রাজ, দুই সন্তান ও পরিবার নিয়ে। 

'দুই বাচ্চা'র মা মন্তব্য 

দেবের উপর কিছুটা চটলেন শুভশ্রী। প্রাক্তনের এক মন্তব্যে বিরক্ত নায়িকা। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি 'বন্ধুত্ব' আবার থাকবে না 'দেশু'-র?  ঠিক কী ঘটেছে? আসলে ছবির মুক্তির পরে এক সাক্ষাৎকারে 'ধূমকেতু' ও শুভশ্রীকে নিয়ে মনখোলা কথা বলেন দেব। তাঁর বক্তব্যের সারমর্ম ছিল, 'দুই বাচ্চা'র মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন! এজন্যে ২০২৫-এ দাঁড়িয়ে 'ধূমকেতু' তৈরি করলে হয়তো শুভশ্রীকে মুখ্য চরিত্র না দিয়ে কোনও পার্শ্ব চরিত্রে কাজ দিতেন। 

বিরক্ত শুভশ্রী 

দেবের মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, "কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও সমস্যা নেই। আমি 'সন্তান' করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না…।" এরপর প্রশ্ন আসে, আবার কী 'দেশু' কে একসঙ্গে দেখা যাবে? উত্তরে তিনি বলেন, "বাবা, আমি এইসব জানি না। জানি না, মা হয়ে গিয়েছি, মুখে সারল্য নেই।"    

Advertisement

প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয়  গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই।  'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। 'ধূমকেতু'-ও বক্স অফিয়ে সফল। এখন দেখার ফের একসঙ্গে 'দেশু' জুটিতে পর্দায় দেখা যায় কিনা।  

 

POST A COMMENT
Advertisement