Iman Chakraborty Trolled: জিন্স পরে শ্যামাসঙ্গীত! সমালোচিত হয়েই নিন্দুকদের একহাত নিলেন ইমন

Iman Chakraborty News: বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়েছেন বারবার। তা সত্ত্বেও এসবের পরোয়া না করেই এগিয়ে যান। ফের শিরোনামে ইমন চক্রবর্তী। নেটিজেনদের একাংশ গায়িকাকে ফের কটাক্ষ করা শুরু করেন।

Advertisement
জিন্স পরে শ্যামাসঙ্গীত! সমালোচিত হয়েই নিন্দুকদের একহাত নিলেন ইমন ইমন চক্রবর্তী (ছবি: ফেসবুক)

আলোচনায় থাকেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। রিয়্যালিটি শো 'সারেগামাপা' থেকে শুরু করে রক্তদান, সব কিছুতেই ট্রোলিংয়ের স্বীকার তিনি। এর আগেও রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ধরন থেকে শাখা-পলা না পরা, কোনও কিছুই বাদ যায়নি ট্রোলিংয়ের তালিকা থেকে। শিল্পী মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন বহুবার। কিন্তু তবুও হার মানেনি। আর এই কথা নিজেই বহুবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার জানান দিয়েছেন ইমন।  

বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তা সত্ত্বেও এসবের পরোয়া না করেই এগিয়ে যান। ফের শিরোনামে শিল্পী। নেটিজেনদের একাংশ গায়িকাকে ফের কটাক্ষ করা শুরু করেন। এবার তাঁদের বক্তব্য, তিনি কেন জিন্স পরে শ্যামাসঙ্গীত গেয়েছেন। এবার ট্রোলারদের এক হাত নিলেন ইমন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্ষোভ উগড়ে দিলেন শিল্পী।

আরও পড়ুন: ফের দূরত্বের গুঞ্জন! কেন দেবের পাশে ছিলেন না? এবার সাফাই রুক্মিণীর

ফেসবুকে একটি দেবী কালীর ছবি শেয়ার করেছেন ইমন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "গতকাল থেকে আমার জিন্স পরে শ্যামা সঙ্গীত গাওয়া নিয়ে অনেক কিছু দেখছি। এত দিন অনেক কিছু দেখে এসেছি, অনেক কথা শুনেছি কিন্তু নিজের উপর বিশ্বাস হারাইনি। এদিকে আমরা মায়ের পুজো করি, উৎসব করি, ফূর্তি করি শব্দবাজি ফাটিয়ে  ভূত ভাগাই। রাস্তার কুকুর বিড়াল মরে যায়, পাখি মরে যায় কোন হাহাকার তো দেখি না... কুকুরের লেজে কালিপটকা ফাটিয়ে সে  কি আনন্দ আপনাদের... আহা!" 

তিনি আরও লেখেন, "শিল্পীদের যা ইচ্ছে তাই বলা যায়। আর শিল্পী মহিলা হলে তো কোন কথাই নেই আরও বেশি করে বডি শেমিং, স্লাট শেমিং করা যায়... করুন যা ইচ্ছে করুন। তবে, একটা জিনিস জানবেন জবাব দিতে হবে... আপনাকে, আমাকে জবাব কিন্তু দিতেই হবে...যারা আমার ভাল চান তারা ভাল থাকুন.. যারা চান না তারা আরো বেশি করে ভাল থাকুন। জয় মা, শুভ বুদ্ধি উদয় হোক..." এই পোস্টের কমেন্ট বক্সে বেশিরভাগ নেটিজেন গায়িকাকে সমর্থন করেছেন এবং নিন্দুকদের নিন্দে করেছেন। 

Advertisement

 

আরও পড়ুন: টলি তারকারা কে কীভাবে দীপাবলি উদযাপন করলেন? রইল PHOTOS

কালীপুজোর আগের সন্ধ্যায়, বেহালার একটি পুজো মণ্ডপ উদ্বোধনে গিয়েছিলেন ইমন। তাঁর পরনে ছিল ডেনিম ও সাদা শর্ট কুর্তা। সেখানেই হঠাৎ উপস্থিত সকলের আবদারে 'শ্যামা মা কি আমার কালো রে...' শ্যামাসঙ্গীত গেয়েছেন শিল্পী। আর এটাতেই বেজায় চটেছেন নিন্দুকরা। 

প্রসঙ্গত, ট্রোলিং বা নিন্দুকদের পাত্তা দিতে নারাজ ইমন। উল্টে 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে পজিটিভ থাকেন গায়িকা। কাজের পাশাপাশি যোগ ব্যায়াম, সাইক্লিং ইত্যাদি শরীরচর্চার মাধ্যমে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেন শিল্পী। 
 

POST A COMMENT
Advertisement