
হাতে হাত। পিছনের বরফের চাদরে মোড়ানো পাহাড়। বুধবার সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের দুটি ছবি সামনে আসতেই হইচই। একথা শুনে (পড়ে) অনেকের মনেই জাগছে অনেক প্রশ্ন। প্রেম করছেন অভিনেতা? তাঁর প্রেমিকা কে? তাহলে কি এতদিন লুকিয়ে প্রেম করছিলেন জিতু? এজন্যেই কি নবনীতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর? ব্যপারটা কী?
শিরোনামে থাকেন জিতু কমল। কর্মজীবন ছাড়াও অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। নিজের সোশ্যাল পেজে মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে জোর আলোচনা। এই চর্চা শুরু হয়ে কিছুদিন আগে জিতুর শেয়ার করা আরও দুটি ছবি থেকে। পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন দু'জনে। আংশিক মুখ দেখা যাচ্ছে আলো- আঁধারি ছবিতে। ক্যাপশনে লেখা, 'হ্যাঁ, দীর্ঘ ছয় বছর পর, আমি আবার প্রেমে পড়েছি...।' তাহলে কি ধীরে ধীরে নিজের নতুন প্রেমে সিলমোহর দিচ্ছেন টলি অভিনেতা?
তারকারা প্রচারের জন্য কত কিছুই করেন। নতুন কোনও কাজ আসার আগে তাঁরা রীতিমতো একে অপরকে জোর টেক্কা দেন, নিত্য নতুন কায়দায় প্রচার করে। টলিপাড়ার খবর, জিতুর শেয়ার করা ছবিগুলোও আসলে প্রচারেরই অংশ মাত্র এবং তাঁর সঙ্গের মেয়েটি দিতিপ্রিয়া রায়। নতুন ধারাবাহিকের শ্যুটিং সারতেই টিমের সঙ্গে পাহাড়ে গিয়েছিলেন দুই অভিনেতা। আর সেখান থেকেই এরকম ছবি তুলে পোস্ট করেছেন, সকলের কৌতূহল বাড়াতে।
লম্বা বিরতির পরে ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। এই খবর এখন প্রায় সকলেরই জানা। জি বাংলায় আসছে 'তোমাকে ভালোবেসে'। নতুন ধারাবাহিকে টেলিভিশনের রানিমা জুটি বাঁধবেন বড় পর্দার সত্যজিৎ রায় অর্থাৎ জিতু কমলের সঙ্গে। দীর্ঘ বিরতির পরে বাংলা মেগাতে ফিরছেন জিতুও। দিতিপ্রিয়ার প্রোমো ইতিমধ্যে সম্প্রচার হয়েছে। তবে জিতুর প্রোমো এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, জিতুর কেরিয়ার শুরু হয় টেলিভিশন থেকেই। ২০১০ সালে 'নিয়তি' ধারাবাহিকে তাঁকে প্রথম দেখা যায়। জিতুকে শেষ দেখা গিয়েছিল 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে'। এছাড়া বড় পর্দায় তাঁর বহু কাজ প্রশংসিত। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, ২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বেঁধেছিলেন জিতু ও নবনীতা। ৮ মে তাঁদের রিসেপশন পার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার বহু তারকারা।'অর্ধাঙ্গিনি' ধারাবাহিকের সেটেই তাঁদের প্রথম বন্ধুত্ব। এরপর ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। সোশ্যাল মিডিয়ে নজর রাখলেই দেখা যেত দু'জনের নানা আদরমাখা মুহূর্ত। কিন্তু দাম্পত্যে ফাটল ধরে, বিয়ের বছর চারেক পরে ২০২৩ সালে বিচ্ছেদ হয় জুটির।