দীর্ঘ ২০ বছরের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার। বছর খানেক আগে এই খবর প্রথম প্রকাশ্যে আসার পরে, হতবাক হয়েছিল সকলে। সেসময় গুঞ্জন শোনা যায়, যিশুর পরকীয়ার কথা জানাজানি হতেই দূরত্ব বাড়ে জুটির মধ্যে। সেই দূরত্ব এতটাই গভীর যে, ছাদ আলাদা হয় দু'জনের। এই ঘটনার পর থেকে সরাসরি কিছু না বললেও, বারবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা। তবে যিশু মুখ খুলতে চাননি। এবার সংবাদমাধ্যমের সামনে নীলাঞ্জনাকে নিয়ে মন্তব্য করলে যিশু।
এই মুহূর্তে যিশু, নীলাঞ্জনা দু'জনেই ব্যস্ত দু'জনের কাজ নিয়ে। আগে একসঙ্গে একটি প্রযোজনা সংস্থা চালাতেন। এখন সেটাও আলাদা হয়েছে। বিচ্ছেদ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে যিশু বলেন, "এটা নিয়ে আমি আগেও মুখ খুলিনি। সারা জীবন খুলব না। কারণ আমার ব্যক্তিগত কিছু কারণ আছে। অনেকের অনেক ধারনা রয়েছে। তবে আমি একটা কথাই বলব, বাইরে থেকে শুধু বইয়ের কভার দেখে, বইটার বিচার করতে যাবেন না। তবে এমন কিছু মানুষ অবশ্যই আছেন যাঁদের সঙ্গে একটা নিয়ে আলোচনা করেছি, যতটা করা যায়। না হলে তো পাগল হয়ে মারা যেতাম। তবে আমি তাঁদেরও বলে দিয়েছি, যদি তাঁরা এটা নিয়ে বাইরে কথা বলেন, তাহলে তাঁদের সঙ্গে আমার কোনও সম্পর্ক থাকবে না।"
যিশু আরও বলেন, "দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না। ছোটো বেলায় আমরা তিন বন্ধু বেস্ট ফ্রেন্ড ছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে আমার ঝগড়া হয়। তারপর তাঁর আর আমার সেভাবে বন্ধুত্ব থাকল না। তবে আমি আর আমার আর এক বন্ধু বেস্ট ফ্রেন্ড হয়েই থেকে গেলাম। তেমন আমরাও বন্ধু ছিলাম। এটা হতেই পারে একটা জায়গায় আমাদের মতের অমিল, মিল, শ্রদ্ধা, একসঙ্গে জীবনযাপন করা, সবটাই একটা পয়েন্টে মনে হতেই পারে ঠিক ভাবে হচ্ছে না। কিন্তু তাঁর মানে এই নয় যে, আমি ওঁর বিরুদ্ধে চলে যাব। আমি বিশ্বাস করি, যদি কোনও সমস্যায় পড়ে আমি ওঁর পাশে থাকব।"
ইন্ডাস্ট্রির গুঞ্জন, কলকাতার বাইরে কাজ করতে করতে নতুন সম্পর্কে জড়িয়েছেন যিশু। সেই নতুন প্রেমিকা কোনও অভিনেত্রী নন। নিজের আপ্ত সহায়ক- শিনাল সুর্তির সঙ্গেই প্রেম করছেন যিশু। শুধু প্রেম নয়, স্টুডিও পাড়ার খবর, গুজরাতের এই কন্যার সঙ্গে নাকি মায়ানগরীতে এক প্রকার সংসার পেতেছেন অভিনেতা। অর্থাৎ মুম্বইতে সহবাস করছেন যিশু- শিনাল। কর্মসূত্রে, প্রায় ৫ বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনিই। যদিও এই বিষয়টি দু'জনের কেউই নিশ্চিত করেননি। তবে এই সম্পর্কের বিষয় অভিনেতা স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত টের পেতেই, সংসার ভাঙে তাঁদের। এমনকী দুই মেয়ের সঙ্গেও সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে যিশুর।
এরপর টলিপাড়ায় ছড়িয়ে পরে নতুন গুজব। মা হতে চলেছ যিশুর সহবাস সঙ্গী শিনাল!এই খবর ছড়িয়ে পড়তেই সরগরম হয় স্টুডিও পাড়া। তবে পড়ে শোনা যায় যিশু বাবা হতে চলেছেন, এই গুঞ্জন নাকি ভুয়ো। উল্টে শোনা যাচ্ছে, নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে এবং দীর্ঘদিন ধরে সেই আচরণ সহ্য করতে করতে, ক্রমশ মন বিষিয়ে উঠছিল যিশুর। ধীরে ধীরে তিনি দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনার থেকে। দাম্পত্য কলহই নাকি এই বিচ্ছেদের কারণ।
প্রসঙ্গত, ২০০৪ সালের ৪ মার্চ গাঁটছড়া বাঁধেন যিশু- নীলাঞ্জনা। বিয়ের আগে প্রায় বছর তিনেক প্রেম করেছেন। ২০০১ সালে 'হিপ হিপ হুররে' হিন্দি ধারাবাহিকে অভিনয় করতেন নীলাঞ্জনা। শোনা যায়, মুম্বইয়ে কাজ করার সময় থেকেই প্রেম দু'জনের। বর্তমানে দুই মেয়ে- সারা ও জারাকে নিয়ে নীলাঞ্জনার সংসার। জীবনের নানা ওঠানামার সাক্ষী থেকেছেন দু'জনে। এখন যিশু আলাদা থাকেন।