বাংলার পাশাপাশি হিন্দিতেও রমরমিয়ে চলছে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের মেগা সিরিয়াল। এদিকে সরস্বতী পুজোয় সামনে এল এক নতুন খবর। খুব শীঘ্রই তৃতীয় ছবি নিয়ে আসছেন পরিচালকদ্বয়। প্রযোজনায় অতনু রায় চৌধুরী। রয়েছে আরও বড় চমক। টেলিপাড়ার খবর, এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে যিশু সেনগুপ্ত ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
নিজের লেখনীতে সম্পর্ক, ভালবাসা, পারিবারিক নানা স্তর তুলে ধরতে ভালবাসে লীনা। এবারও তার অন্যথা হচ্ছে না। তবে উপড়ি পাওয়া হিসাবে এই ছবিতে থাকবে মনস্তাত্ত্বিক দিকও। টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এখনও সম্পূর্ণ কাস্টিং হয়নি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন দেব। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও এই ছবির সঙ্গে নাকি যুক্ত থাকতে পারেন তিনি। ও এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি নির্মাতা বা অভিনেতাদের কেউই।
এদিকে সরস্বতী পুজোয় শুভ মহরৎ সুসম্পন্ন হয়েছে দেবের পরের ছবি 'রঘু ডাকাত'-র। বসন্ত পঞ্চমীতেই ঘোষণা হয়েছে, অভিনেতার আরও এক নতুন ছবি 'প্রজাপতি ২'-র। সব মিলিয়ে এই মুহূর্তে টলিউডের 'রাজার রাজার' ঝুলিটা বেশ ভারী এক গুচ্ছ কাজ নিয়ে। 'খাদান'-র পর দেব- যিশুর জুটি দারুণ প্রশংসিত। অন্যদিকে এক সময় দেব -শ্রাবন্তীরও বহু আছে। সব মিলিয়ে ছবি ঘিরে জে সকলের প্রত্যাশা অনেকটাই বেশি থাকবে, একথা বলতে বাকি থাকে না।
প্রসঙ্গত, সব ঠিক থাকলে আগামী জুন মাস থেকে লন্ডনে মিঠুন চক্রবর্তী, দেবকে নিয়ে 'প্রজাপতি ২'-র শ্যুটিং শুরু করবেন অভিজিৎ -অতনু। এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। শোনা যাচ্ছে, 'রঘু ডাকাত'-র শ্যুটিং শেষ করে, তারপর লীনা-শৈবাল-অতনুর ছবির কাজ শুরু করবেন দেব।