scorecardresearch
 

Kanchan's Birthday: বিয়ের পর প্রথম জন্মদিন কাঞ্চনের! কীভাবে বিশেষ দিন কাটাচ্ছেন স্ত্রী শ্রীময়ীর সঙ্গে?

Kanchan- Sreemoyee: নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ৬ মে তাঁর জন্মদিন। এবার ৫৪ বছরে পা দিলেন কাঞ্চন। বিয়ের পরে প্রথম জন্মদিন, তাই স্বাভাবিকভাবেই দিনটা বাড়তি স্পেশাল। 

Advertisement
শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক (ছবি: ইনস্টাগ্রাম) শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক (ছবি: ইনস্টাগ্রাম)

আলোচনায় থাকেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। এবছরই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা- বিধায়ক। মে মাস শুরুতেই কাঞ্চনের জন্মদিন। নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ৬ মে তাঁর জন্মদিন। এবার ৫৪ বছরে পা দিলেন কাঞ্চন। বিয়ের পরে প্রথম জন্মদিন, তাই স্বাভাবিকভাবেই দিনটা বাড়তি স্পেশাল। 

স্বামীর জন্মদিনে তাঁকে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেছেন কাঞ্চন পত্নী।  যা দেখেই বোঝা যাচ্ছে পুরনো কোনও ট্রিপের মুহূর্তই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কাঞ্চনকে দেখে যাচ্ছে,  ছবিগুলি কোভিড পরবর্তী সময়ে তোলা হয়েছে।  হ্যামকের উপরে শুয়ে আছেন কাঞ্চন, গায়ে নীল রঙা টি-শার্ট। তাঁর দিকে খানিকটা শরীর এলিয়ে, মাটিতে বসেই সেলফি তুলেছেন শ্রীময়ী। একটি ছবিতে তাঁর পরনে রয়েছে হট প্যান্ট। 

ক্যাপশনে লিখেছেন, "মাই লভ, আমার মন থেকে তোমায় জন্মদিনের শুভেচ্ছা জানাই। তোমার মতো একজনকে আমার জীবনসঙ্গী হিসাবে পেয়ে, আমি চিরকাল কৃতজ্ঞ  থাকব। আমি যতটা আনন্দিত, কামনা করি তোমার মনও আনন্দে ভরে থাকুক। অনেকটা ভালোবাসি তোমায়।"

 

 

সংবাদমাধ্যমকে কাঞ্চন জানিয়েছেন, জন্মদিনে হাতে কোনও কাজ রাখেননি তিনি। প্রচার থেকে ছুটি নিয়েছেন। স্ত্রীয়ের জোরাজুরিতেই আগেরদিন রাতে কেক কাটেন।  যদিও এসব নিয়ম খুব একটা ভাল লাগে না তাঁর। তবে সবটা করেছেন নতুন বিবাহিত স্ত্রীয়ের মুখ চেয়ে। কাঞ্চন জানান, "আমার জন্মদিনে শ্রীময়ী নিজের হাতে ইলিশ ও ভেটকি রান্না করছে আমার জন্য। সেটাই বড় পাওয়া। এছাড়া আজকে শুধু নিজের প্রচার করব, অন্যের নয়। সন্ধ্যায় শ্রীময়ীর বাবা -মা ও আমার দাদা-বৌদি আসবেন। পরিবারের সঙ্গেই সময় কাটাব।" 

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীরামপুর লোকসভা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের গাড়ি থেকে কার্যত অপমান করে নামিয়ে দেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনকে। কল্যাণ বলেন, "ওঁকে দেখে গ্রামের মহিলারা খুব রিঅ্যাক্ট করছেন। বিরক্ত হচ্ছেন। আগের দিনও রঘুনাথপুরে মহিলা রিঅ্যাক্ট করেছেন কাঞ্চনকে দেখে। পার্টির ছেলেরা আপত্তি করছে। পার্টির ছেলেরা খুশি নয়। পার্টির ছেলেরাই চাইছে না, কাঞ্চন প্রচারে যাক। আমাকে তো ভোটটা করতে হবে। একজন বিধায়ক, সে তো নিজেও প্রচার করতে পারেন। সেখানে তো করছেন না।" পরে অবশ্য দেবের প্রচারে দেখা যায় কাঞ্চনকে। 

 

Advertisement