Mitin Masi New Film: বন্দুক হাতে রহস্যের জট খুলবেন কোয়েল! নতুনভাবে আসছে 'মিতিন মাসি'

Mitin Masi New Film: গোয়েন্দাপ্রেমী বাঙালির জন্য রয়েছে সুখবর। ফের বড় পর্দায় আসছে মিতিন মাসি। সুখবর এটুকুই নয়, রয়েছে আরও চমক। অরিন্দম শীলের পরিচালনায় আসছে  নতুন ছবি 'মিতিন একটি খুনির সন্ধানে'।

Advertisement
বন্দুক হাতে রহস্যের জট খুলবেন কোয়েল! নতুনভাবে আসছে 'মিতিন মাসি' মিতিনের লুকে কোয়েল (ছবি: সংগৃহীত)

বাঙালির গোয়েন্দা চরিত্রের প্রতি টান আজকের নয়। বেশ কয়েকজন বাঙালি গোয়েন্দাদের মধ্যে গত কয়েক বছর ধরে যে, বাঙালি মননে গেঁথে রয়েছে, তিনি হলেন মিতিন মাসি। গোয়েন্দাপ্রেমী বাঙালির জন্য রয়েছে সুখবর। ফের বড় পর্দায় আসছে মিতিন মাসি। সুখবর এটুকুই নয়, রয়েছে আরও চমক। অরিন্দম শীলের পরিচালনায় আসছে  নতুন ছবি 'মিতিন একটি খুনির সন্ধানে'। প্রকাশ্যে এসেছে মিতিন রূপে কোয়েল মল্লিকের নতুন লুক। 

সুতির শাড়ি, চোখে চশমা, খোলা চুল, হাতে বন্দুক নিয়ে সেই ছন্দেই হাজির কোয়েল। সুচিত্রা ভট্টাচার্যের লেখা 'মেঘের পরে মেঘ' গল্প অবলম্বনে তৈরি হবে মিতিন মাসির নতুন ছবিটি। চিত্রনাট্য সাজিয়েছেন অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত। তবে মূল গল্পের থেকে ছবির চিত্রনাট্যকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।

 

 Mitin Masi

মিতিন ফ্রাঞ্চাইজির এটাই তৃতীয় ছবি। এবারও মিতিন ও তার স্বামী পার্থর চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিক ও শুভ্রজিৎ দত্তকে। এছাড়া টুপুরের চরিত্রে অভিনয় করবেন লেখা চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন সাহেব চট্টপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, মধুরিমা বসাক, রোশনি ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, শতাফ ফিগারের মতো শিল্পীরা। 

মিতিনের নতুন ছবিতে আরও বেশি অ্যাকশন ও চ্যালেঞ্জ  থাকবে আগের তুলনায়। গত বছর এপ্রিল মাস নাগাদ অ্যাকশনে ভরপুর এই ছবির শ্যুটিং চলাকালীন একটি দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে হাতে মারাত্মক চোট পান কোয়েল। সেসময় থেমে যায় শ্যুটিং । পরে আবার সুস্থ হয়ে ছবির শ্যুটিংয়ে ফিরেছিলেন নায়িকা। 

 

এবারের মিতিন মাসির গল্পে বদল হয়েছে প্রযোজনা সংস্থার। সুরিন্দর ফিল্মসের ব্যানারে আসছে নতুন এই ছবিটি। মিতিনের নতুন গল্পের স্বত্ব কিনেছে এই প্রযোজনা সংস্থা। জানা যাচ্ছে, এই ছবিতে মিতিন সম্পর্কের গল্প বলবে। যদিও বড়দের ছবি হলেও অ্যাডাল্ট কনটেন্ট নয়। এজন্যে ছোটরাও দেখতে পারবে। এর আগে মিতিন মাসির গল্প মুক্তি পেয়েছিল পুজোয়। তবে এবার আর পুজোর ভিড়ে নয়, বড়দিনে মুক্তি পাবে 'মিতিন একটি খুনির সন্ধানে'। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement