Koel Mallick Beauty Secrets: 'কোনও নেশা...,' সুন্দর চেহারা, ত্বকের রহস্য কী? ফাঁস করলেন কোয়েল

Tollywood Actress: টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তারা কী খান, কী পরেন ইত্যাদি সব নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে।

Advertisement
'কোনও নেশা...,' সুন্দর চেহারা, ত্বকের রহস্য কী? ফাঁস করলেন কোয়েল কোয়েল মল্লিক (ছবি: ফেসবুক)

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তারা কী খান, কী পরেন ইত্যাদি সব নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান, তাদের পছন্দের নায়িকার ডায়েট প্ল্যান বা স্কিনকেয়ার রুটিন।  

গত বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল মল্লিক। ৪২ বছরে ফের মা হয়েছেন টলিউডের মিতিন মাসি। কন্যা সন্তানের জন্ম দেন নায়িকা। কোয়েল মল্লিক নিয়মানুবর্তিতা মেনে চলতে পছন্দ করেন। সন্তানদেরও সেভাবেই মানুষ করছেন তিনি। সম্প্রতি ছবির প্রচার হোক কিংবা কোনও ফিল্মি পার্টিতে কোয়েলের স্নিগ্ধ লুক সকলের নজর কেড়েছে। এত মেকআপ, লাইট, ক্যামেরার সামনে থেকেও কীভাবে এত সুন্দর ত্বক নায়িকার? নিজেই শেয়ার করলেন সেই সিক্রেট। 

আরও পড়ুন: বড়দিনে এক সঙ্গে ছবি রিলিজ! দেবের সঙ্গে জোরদার টক্কর শুভশ্রীর, কার বাজিমাত?

সম্প্রতি এক সাক্ষাৎকারে, সুন্দর চেহারা ও ত্বক প্রসঙ্গে কোয়েল মল্লিক বলেন, "আমি নিয়মিত যোগাসন করি, জিমে যাই। নিয়মনিষ্ঠ জীবনযাপন করি, সময় মতো ঘুমোই আর আমার কোনও নেশা নেই।" বর্তমানে বহু অভিনেত্রী সৌন্দর্য চিকিৎসার সাহায্য নেন। এপ্রসঙ্গে, নায়িকা বলেন, "প্রকৃতিদত্ত ভাবে আমি যা পেয়েছি, তা নিয়েই খুশি। মনে করি, এর উপরে কিছু হয় না। তবে প্রত্যেকের চিন্তা- ভাবনা এক নয়। যারা চিকিৎসার সাহায্য নিয়েছেন, তাঁদের সম্মান করেই বলছি, প্রতিটি মানুষের মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, তার জন্যই সে সুন্দর। সেটা ধরে রাখা জরুরি।"        

গ্ল্যামার দুনিয়ায় থাকলেও, বিতর্ক ছুঁতে পারেনি কোয়েলকে। অন্যান্য নায়িকাদের থেকে তিনি অনেকটাই আলাদা। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে বিয়ে করেন টলি নায়িকা। বিয়ের ৭ বছর পর ২০২০ সালে তারকা জুটির জীবনে আসে তাঁদের পুত্র সন্তান । কবীরের বয়স এখন প্রায় ৫ বছর। এরপর গত বছরের শেষে দ্বিতীয় সন্তানের জন্ম দেন রঞ্জিত কন্যা।

Advertisement

প্রসঙ্গত, দেব- কোয়েল জুটিও দারুণ জনপ্রিয়। এক সময়ে 'পাগলু', 'পাগলু ২', 'মন মানে না', 'হিরোগিরি', 'রংবাজ'-র মতো একাধিক সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়েছেন দেব ও কোয়েল মল্লিক জুটিতে। আজও তাঁদের ছবির গান সুপারহিট। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব অফস্ক্রিনে আজও অটুট। প্রায় ৮ বছর একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেননি। তবু এই জুটির জনপ্রিয়তা রয়েছে একই রকম। টলিপাড়ায় বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে নয়া গুঞ্জন। দেবের 'খাদান ২'-তে নাকি দেখা যাবে কোয়েলকে। 

আরও পড়ুন:  মধ্যরাতে উরফির বাড়িতে ২ অচেনা লোক! কীভাবে নিজের প্রাণ বাঁচালেন?

সত্যিই কি তাই? নাকি এটা শুধুই জল্পনা মাত্র? সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েলকে এই প্রশ্ন করা হয়। নায়িকার উত্তরে রয়েছে ইতিবাচক ইঙ্গিত। কোয়েল বলেন, "বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময়ে জনপ্রিয় ছিল। ভাল গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে।" 


 

POST A COMMENT
Advertisement