
টলিউডের পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। বর্তমানে একসঙ্গে বিদেশে ছুটি কাটচ্ছেন তারকা জুটি। কাজের ব্যস্ততার মধ্যেই কিছুটা সময় বের করে নিয়েছেন দু'জনেই। ভ্যাকেশনের ডেস্টিনেশন হিসাবে তাঁরা বেছে নিয়েছেন ইন্দোনেশিয়ার বালি। দুই তারকার সোশ্যাল পেজ ভরেছে বিশেষ মুহূর্তের ছবিতে।
বনি ও কৌশানী দু'জনেরই পছন্দ সমুদ্র। এমনকী বনিকে 'ওয়াটার বেবি' বলেও সম্বোধন করতে দেখা গেছে কৌশানীকে। এজন্যেই একান্তে সময় কাটাতে আগে মালদ্বীপ বেছে নিয়েছিলেন তাঁরা। গত ১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। কাছের মানুষদের নিয়ে জমিয়ে পার্টি করার পরে, ভ্যাকেশনে গিয়েছেন নায়িকা। যদিও এই ট্রিপে শুধু বনি নয়, কৌশানীর বন্ধুরাও গিয়েছেন।
দীর্ঘ এগারো বছরের প্রেমে একাধিকবার সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বারবার শিরোনামে এসেছেন বনি- কৌশানী। যদিও সাময়িক ভুল বোঝাবুঝি দূর করে, ফের কাছাকাছি হয়েছেন তারকা জুটি। এবারের ভ্যাকেশনে বালির মনোরম পরিবেশে রোম্যান্টিক পোজ দিয়েছেন। সেই মুহূর্ত লেন্সবন্দিও করেছেন। সোশ্যাল পেজে শেয়ার করতেই কমেন্ট বক্স ভরেছে ভালোবাসায়।
প্রসঙ্গত, কেরিয়ারে বনি প্রায় কৌশানীর সমসাময়িক। তবু সাফল্যর নিরিখে তিনি একটু পিছিয়েই আছেন। এদিকে অনেকেই নেটমাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসে করছেন কৌশানীকে। এপ্রসঙ্গে আজতক বাংলাকে অভিনেতা বললেন, "এটা নিয়ে আমার হাসা ছাড়া কিছু বলার নেই। দ্বিতীয় সুযোগ সবাই ডিসার্ভ করে। ও (কৌশানী) যে এই সুযোগটা পেয়েছে এবং নিজেকে প্রমাণ করতে পেরেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা অনেকে পারে না। ওঁর যখন খারাপ সময় পাশে ছিলাম, ভাল সময় থাকব না কেন এটাই বুঝতে পারছি না। কারা এসব ভাবছে আমি জানি না। যারা ভুল ভাল বলে কিছুটা ভিউ পায় এবং এটায় তাদের পেট চলে, তাহলে চলুক।"