সময়টা খুব ভাল যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। 'আবার প্রলয়', 'বহুরূপী', 'কিলবিল সোসাইটি'-তে কাজ করার পরে কৌশানীর কেরিয়ারের সাফল্য এই মুহূর্তে তুঙ্গে। নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। 'কিলবিল সোসাইটি'-তে ডিগ্ল্যাম লুকে পূর্ণা আইচের চরিত্রে সকলের নজর কাড়ার পর, তাঁকে দেখা যাবে 'রক্তবীজ ২' ছবিতে। এছাড়াও 'ডান্স বাংলা ডান্স'- নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে বসেছেন তিনি। সাফল্য উদযাপন করতে নিজেকে বড় উপহার দিলেন টলি নায়িকা।
নতুন গাড়ি কিনেছেন কৌশানী। বাবাকে নিয়ে নতুন অতিথি বাড়িতে আনতে গিয়েছিলেন তিনি কেক কেটে উদযাপনও করলেন। কালো রঙা বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন নায়িকা। যার দাম ৭৯ থেকে ৯২ লক্ষ টাকার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি- ভিডিও শেয়ার করেছেন। তারকা থেকে শুরু করে অনুগামীরা কমেন্ট বক্সে শুভেচ্ছা- ভালোবাসায় ভরাচ্ছেন সকলে। কৌশানীর বয়ফ্রেন্ড- অভিনেতা বনি সেনগুপ্ত লিখেছেন, "ডার্লিং আমি তোমার জন্য গর্বিত। আরও অনেক সাফল্য আসবে। এভাবেই চালিয়ে যাও।"
কেরিয়ারে বনি প্রায় কৌশানীর সমসাময়িক। তবু সাফল্যর নিরিখে তিনি একটু পিছিয়েই আছেন। এদিকে অনেকেই নেটমাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসে করছেন কৌশানীকে। এপ্রসঙ্গে আজতক বাংলাকে অভিনেতা বললেন, "এটা নিয়ে আমার হাসা ছাড়া কিছু বলার নেই। দ্বিতীয় সুযোগ সবাই ডিসার্ভ করে। ও (কৌশানী) যে এই সুযোগটা পেয়েছে এবং নিজেকে প্রমাণ করতে পেরেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা অনেকে পারে না। ওঁর যখন খারাপ সময় পাশে ছিলাম, ভাল সময় থাকব না কেন এটাই বুঝতে পারছি না। কারা এসব ভাবছে আমি জানি না। যারা ভুল ভাল বলে কিছুটা ভিউ পায় এবং এটায় তাদের পেট চলে, তাহলে চলুক।"
প্রসঙ্গত, টলিপাড়ার চেনা মুখ কৌশানী মুখোপাধ্যায়। ২০১৫ সালে রাজ চক্রবর্তীর 'পারব না আমি ছাড়তে তোকে' ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেন নায়িকা। এরপর 'কেলোর কীর্তি', 'তোমাকে চাই', 'হইচই আনলিমিটেড', 'জানবাজ', 'শুভ বিজয়া', 'প্রজাপতি'-র মতো একগুচ্ছ ছবিতে কাজ করেছেন তিনি। তবে নতুনভাবে সাফল্য আসতে শুরু করে রাজ চক্রবর্তী পরিচালিত 'আবার প্রলয়' সিরিজে মোহিনী মায়ের চরিত্রে অভিনয় করার পর থেকে। বিনোদন জগৎ ছাড়াও আরও একটি পরিচিতি আছে তাঁর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল- কগ্রেসের হয়ে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও জয়ের মুখ দেখেননি। বর্তমানে ছবির কাজেই মন দিয়েছেন নায়িকা।