scorecardresearch
 

Lata Mangeshkar Best Bengali Songs: 'বড় শূন্য শূন্য দিন'... রইল লতার সেরা ১০ বাংলা গান

Lata Mangeshkar Death News: প্রায় এক হাজারের বেশি ছবিতে গান গেয়েছেন লতা মঙ্গেশকর। ভারতের ৩৬ টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষাতে গান গাওয়ার রেকর্ড একমাত্র তাঁরই। 'ভারতের কোকিল কণ্ঠী' লতা মঙ্গেশকরের বাংলা গানগুলি সকলের মননে রয়েছে। কিংবদন্তি শিল্পী সেরা বাংলা গানগুলি এক নজরে দেখা যাক...

Advertisement
কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর
হাইলাইটস
  • প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর।
  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
  • লতা মঙ্গেশকরের বাংলা গানগুলি সকলের মননে রয়েছে।

Lata Mangeshkar Best Bangla Songs: প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Passes Away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শুধু শিল্পী মহল না, সুর স্ম্রাজ্ঞীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ, রবিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী (Legendary Singer)। 

প্রায় এক হাজারের বেশি ছবিতে গান গেয়েছেন লতা মঙ্গেশকর। ভারতের ৩৬ টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষাতে গান গাওয়ার রেকর্ড একমাত্র তাঁরই। এত দীর্ঘ সময় ধরে কেরিয়ারে, নানা সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর।  ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে তাঁর ঝুলি ভরা রয়েছে।  

'ভারতের কোকিল কণ্ঠী' লতা মঙ্গেশকরের বাংলা গানগুলি সকলের মননে রয়েছে। কিংবদন্তি শিল্পী সেরা বাংলা গানগুলি এক নজরে দেখা যাক...  

লতা মঙ্গেশকরের সেরা বাংলা গান (Best Bengali Songs of Lata Mangeshkar)

* সাত ভাই চম্পা জাগো রে 

* আমি যে কে তোমার 

* অন্তবিহীন কাটে না আর যেন

* আকাশ প্রদীপ জ্বলে 

* কেন কিছু কথা বলো না 

* রঙ্গিলা বাঁশিতে 

* ও মোর ময়না গো 

* নিঝুম সন্ধ্যায় 

* আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব 

* একবার বিদায় দে মা 

Advertisement

লতা মঙ্গেশকর হাসপাতালে থাকাকালীনই, মাঝে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। তবে পরিবারের থেকে জানানো হয়, তিনি স্থিতিশীল। সঙ্গীতশিল্পীর অসুস্থতার কথা শোনার পরই অনুগামী থেকে শুরু করে তারকারা, তাঁর দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করছিলেন। বলাই বাহুল্য লতা মঙ্গেশকর ছিলেন ভারতীয়দের গর্ব। তাঁর প্রয়াণ নিঃসন্দেহে দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।   

 

Advertisement