Madhumita Sarcar Marriage: ফের সানাই টলিউডে! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা?

Tollywood Wedding: সংবাদ শিরোনামে থাকেন মধুমিতা। ভুল নাম কিংবা ভুল বানান লিখে পোস্ট, সোলো ট্রিপ, সিঁথি ভর্তি সিঁদুর ইত্যাদি নানা কারণে তাঁকে নিয়ে নানা বিতর্ক হয়েছে নেটমাধ্যমে।

Advertisement
ফের সানাই টলিউডে! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন  মধুমিতা?   মধুমিতা- দেবমাল্য (ছবি: ইনস্টাগ্রাম)

ফের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। এবার পাত্রী মধুমিতা সরকার। চলতি বছরেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অভিনেত্রী। সংবাদ শিরোনামে থাকেন মধুমিতা। ভুল নাম কিংবা ভুল বানান লিখে পোস্ট, সোলো ট্রিপ, সিঁথি ভর্তি সিঁদুর ইত্যাদি নানা কারণে তাঁকে নিয়ে নানা বিতর্ক হয়েছে নেটমাধ্যমে। সম্প্রতি টলিউড নায়িকা ফের আলোচনায় এসেছেন তাঁর নতুন প্রেম নিয়ে। এই মুহূর্তে স্টুডিও পাড়া থেকে নেটপাড়া, সর্বত্র জোর চর্চায় মধুমিতা ও তাঁর জীবনের বিশেষ মানুষ। এবার নিজেই বিয়ের প্ল্যানিং খোলসা করলেন নায়িকা।

সংবাদমাধ্যমকে মধুমিতা জানান, "এবছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের প্ল্যানিং করছি। আমাদের দু'জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।" অভিনেত্রী আরও বলেন, "২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনও ভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কিছু মাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস... ।" 

 

 

দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন মধুমিতা। তবে নায়িকা জানান, তাঁদের প্রেমের বয়স একেবারে কম। গত বছর পুজোতেই দু'জনে এই সম্পর্ককে সিলমোহর দেন। অভিনয় পেশার সঙ্গে যুক্ত নন দেবমাল্য। তবে তিনি কী করেন, তা এখনই খোলসা করতে নারাজ নায়িকা। নতুন প্রেম ও প্রেমিককে নিয়ে সংবাদমাধ্যমকে এর আগে মধুমিতা বলেন, "হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি। তবে সে কী করে, সেটা এখন একটু চাপাই থাক।" 

 

প্রসঙ্গত, ১৮ বছর বয়সেই অভিনেতা- পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন মধুমিতা সরকার। তবে বিবাহিত জীবন সুখের হয়নি। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টলি নায়িকা। তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল তাঁর ডেটিংয়ের। অবশেষে এই পুজোয় নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন 'লাভ বার্ডস'।   

Advertisement

 

POST A COMMENT
Advertisement