
মধুমিতা- দেবমাল্য (ছবি: ইনস্টাগ্রাম) ফের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। এবার পাত্রী মধুমিতা সরকার। ইংরাজি নববর্ষের শুরুতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অভিনেত্রী। সংবাদ শিরোনামে থাকেন মধুমিতা। ভুল নাম কিংবা ভুল বানান লিখে পোস্ট, সোলো ট্রিপ, সিঁথি ভর্তি সিঁদুর ইত্যাদি নানা কারণে তাঁকে নিয়ে নানা বিতর্ক হয়েছে নেটমাধ্যমে। টলিউড নায়িকা ফের আলোচনায় আসেন তাঁর নতুন প্রেম নিয়ে। এই মুহূর্তে স্টুডিও পাড়া থেকে নেটপাড়া, সর্বত্র জোর চর্চায় মধুমিতা ও তাঁর জীবনের বিশেষ মানুষ। এবার জানা গেল নায়িকার বিয়ের প্ল্যানিং।
বিয়ে ও রিসেপশন
দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন মধুমিতা। অভিনয় পেশার সঙ্গে যুক্ত নন অভিনেত্রীর হবু বর। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আগেই জানিয়েছিলেন, দু'জনের শীতকাল খুব প্রিয়। তাই শীতেই বিয়ের প্ল্যানিং করেছেন। আগামী ২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন মধুমিতা- দেবমাল্য। টলিপাড়ার সূত্র বলছে, বারুইপুর রাজবাড়িতে বসবে বিয়ের আসর। বিয়ের দিন সাবেকী সাজেই সাজবেন বর- কনে দু'জনেই। ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে জুটির রিসেপশন।

মধুমিতার কাজ
'সবিনয় নিবেদন' ধারাবাহিকের মাধ্যমে ২০১১ সালে ছোট পর্দায় পা রাখেন মধুমিতা। এরপর একাধিক মেগার মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৮ সালে, 'কুসুমদোলা' ধারাবাহিকের পরে দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন। সেসময় নায়িকা মন দিয়েছিলেন বড় পর্দা ও ওটিটিতে। মাঝে কলকাতা ছেড়ে মুম্বইতেও পাড়ি দিয়েছিলেন। তবে সেখানে ভাগ্যের শিকে ছেঁড়েনি। কলকাতায় ফিরে বাংলা টেলিভিশনে ফিরেছেন তিনি। এই মুহূর্তে 'ভোলেবাবা পার করে গা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে যাচ্ছে তাঁকে। মেগার পাশাপাশি, ছবির শ্যুটিং নিয়েও ব্যস্ত তিনি। সেই ছবির শ্যুটিং চলছে ঝাড়গ্রামে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। :

প্রথম বিয়ে
প্রসঙ্গত, ১৮ বছর বয়সেই অভিনেতা- পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন মধুমিতা সরকার। তবে বিবাহিত জীবন সুখের হয়নি। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টলি নায়িকা। তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল তাঁর ডেটিংয়ের। অবশেষে পুজোর সময় নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন 'লাভ বার্ডস'।