Mimi Chakraborty Favourite Food: ভাজাভুজি পছন্দ! কী কী খেতে ভালোবাসেন মিমি? নিজেই জানালেন...

Tollywood Actress Secrets: অনুগামীদের অনেকেই জানেন মিমি 'ফুডি'। অর্থাৎ খেতে খুবই ভালোবাসেন। নিয়মিত জিম, শরীরচর্চার মাঝে থাকেন। কড়া ডায়েটের মধ্যেও চলেন। তবে তা সত্ত্বেও হাজারো ব্যস্ততার মধ্যেও নিজেই রান্না করেন রকমারি পদ।

Advertisement
ভাজাভুজি পছন্দ! কী কী খেতে ভালোবাসেন মিমি? নিজেই জানালেন...মিমি চক্রবর্তী (ছবি: ফেসবুক)

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের (Tollywood Actresses) জীবনে কখন কী ঘটছে, তাঁদের পছন্দ- অপছন্দ নিয়েও ফ্যানেদের মধ্যে চর্চা কম হয় না। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন মিমি চক্রবর্তী। জীবনের ছোট ছোট মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন।

অনুগামীদের অনেকেই জানেন মিমি 'ফুডি'। অর্থাৎ খেতে খুবই ভালোবাসেন। নিয়মিত জিম, শরীরচর্চার মাঝে থাকেন। কড়া ডায়েটের মধ্যেও চলেন। তবে তা সত্ত্বেও হাজারো ব্যস্ততার মধ্যেও নিজেই রান্না করেন রকমারি পদ। কোন কোন খাবার রয়েছে তাঁর পছন্দের তালিকায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে খাওয়াদাওয়া নিয়ে কথা বলেছেন টলিপাড়ার নতুন 'বিকিনি ক্যুইন'।

এক সংবাদমাধ্যমকে মিমি বলেন, "আমি একটা স্বাস্থ্যকর ডায়েটের মধ্যে থাকি ঠিকই। তবে ভাজা- পোড়া খেতে অত্যাধিক ভালোবাসি। বেগুনি, চাট মশলা আর লেবু ছড়িয়ে পেঁয়াজি, বেসন দিয়ে করা লঙ্কার বড়া খেতে ভালোবাসি। আসলে আমি চটরপটর খেতে খুব ভালোবাসি। তবে আমি চেষ্টা করি এসব খাবার বাড়িতেই খাওয়ার। আমি যা খাই বাড়িরই খাই, তবে সব খাই।" 

এর আগেও একাধিক ভিডিওতে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছেন মিমি। পিৎজ্জা মিমির পছন্দের খাবারের তালিকায় সবচেয়ে প্রথমে আসে। চিট ডে-টে মাঝে মধ্যে এই ইটালিয়ান ক্যুইজিন খান অভিনেত্রী। এছাড়াও নলেন গুড়ের পায়েসেও তিনি পছন্দ করেন বলে জানিয়েছিলেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শিরোনামে মিমি। 'রক্তবীজ ২'-র গানে বিকিনি পরা তাঁর লুক রীতিমতো চর্চায়। এছাড়া সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে বেটিং অ্যাপ কাণ্ডে। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে টলিউড নায়িকাকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নির্দেশ মতো, ১৫ সেপ্টেম্বর, দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেন নায়িকা। 
 

POST A COMMENT
Advertisement