মিমি চক্রবর্তীর মানবিক মুখ, প্রতিবন্ধী যুবককে সাহায্যের আশ্বাস

ফের মানবিকতার নজির সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর। প্রতিবন্ধী যুবককে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।

Advertisement
মিমি চক্রবর্তীর মানবিক মুখ, প্রতিবন্ধী যুবককে সাহায্যের আশ্বাসমিমি চক্রবর্তী (ছবি-ইনস্টাগ্রাম)
হাইলাইটস
  • মিমি চক্রবর্তীর কাছে সাহায্যের আবেদন।
  • প্রতিবন্ধী যুবককে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
  • আবারও মানবিক মুখ সাংসদ-অভিনেত্রীর।

ফের মানবিকতার নজির সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর। প্রতিবন্ধী যুবককে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। 

বরাবর থেকেছেন দুঃস্থদের পাশে। এবারও তেমনটাই করলেন সাংসদ-অভিনেত্রী। তিনি মিমি চক্রবর্তী। তাঁর নতুন গানের টিজারে হঠাৎই এক কমেন্ট। লেখা আছে, ''দিদি আমার প্রণাম নিবেন। দিদি আমি একজন প্রতিবন্ধী। দিদি আমাকে একটি হেল্প করুন। দিদি আপনাদের কাছে আমি টাকা চাইছি না। দিদি আমার পা গুলো একটু দেখুন। দিদি আমাকে সাহায্য করুন প্লিজ।'' যুবকের নাম নন্দ জানা। 

নন্দ জানার টুইটের উত্তরে মিমি সাড়া দেন। লিখেছেন, ''নিশ্চয় করব, প্লিজ তোমার নম্বরটি আমায় পাঠাও।''

 

মিমির উত্তরে নন্দ জানা নিজের নম্বরটি টুইট করেন।

 

এমনটা প্রথম নয়। এর আগেও বহুবার মানুষের পাশে দাঁড়িয়েছেন অভনেত্রী। 'চা কাকু' মৃদুল বাবু থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি। অসহায়, হতদরিদ্র মানুষের পাশে থেকে সাহায্য করেছেন বরাবর। আবারও তাঁর মানবিক চেহারা সামনে এল সবার। নন্দ জানার সাহায্যে আছেন তাঁর দিদি মিমি চক্রবর্তী।  

POST A COMMENT
Advertisement