মিমি চক্রবর্তী (ছবি: ফেসবুক)বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে সোচ্চার হন মিমি চক্রবর্তী। বিনোদন দুনিয়ার বাইরেও সারমেয়দের সঙ্গে হওয়া অন্যায় থেকে ইভটিজিংয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন টলিউড অভিনেত্রী। এমনকী কোভিডের সময়কালে ভুয়ো ভ্যাকসিন ধরেছিলেন তিনি। শিরোনামে মিমি। সহনাগরিকদের আচরণে ক্ষুদ্ধ নায়িকা। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিলেন ক্ষোভ। ঠিক কী ঘটেছে?
শহরের বুকে যত্রতত্র আবর্জনা থেকে পানের পিক ফেলা নতুন কিছু নয়। বারবার সচেতন বাড়ানোর চেষ্টা প্রায় বৃথা বললেই চলে। এবার তা নিয়েই বিরক্তি উজার করলেন মিমি। সম্প্রতি মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময়, ব্রিজের দেওয়ালে লেগে থাকা লাল পানের পিক চোখে পড়ে টলি নায়িকার। সেই ছবি এক্স হ্যন্ডেলে পোস্ট করেন।
সেই সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, "কেন কেন কেন? কিছু ঘটলেই প্রশাসনের দিকে আঙুল তোলা খুব সহজ, তাই না? কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আপনার সামান্য নাগরিক সচেতনতা কত কিছু কতটা বদলে দিতে পারে? আমি সামান্য একটু নাগরিক সচেতনতার কথা বলছি, কোনও রকেট সায়েন্স নয়। আমাদের সিটি অফ জয় আমাদের গর্ব, তাহলে সেটার যত্ন নেবেন না কেন? ছোট ছোট বদলই তো বড় পরিবর্তনের সূচনা করে...।"
why why why???!!!!!!! it is so easy to pin everything on administration but don’t you think just a little bit of civic sense would change everything just a little bit we are talking ,here not rocket science.Our CITY OF JOY is our pride so why not take care of it..
— Mimi chakraborty (@mimichakraborty) December 3, 2025
Small changes… pic.twitter.com/iZYaD4Ye3e
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শিরোনামে মিমি। তাঁর শেষ মুক্তপ্রাপ্ত ছবি 'রক্তবীজ ২' বক্স অফিসে ভাল সাড়া ফেলেছে। এই ছবিতে তাঁর বিকিনি লুক রীতিমতো চর্চায় ছিল। তাঁর অভিনীত 'ডাইনি' সিরিজটিও বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও আগামী বছরের শুরুতে মুক্তি পাবে তাঁর 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটি।
এছাড়াও, তাঁর নাম জড়িয়েছিল বেটিং অ্যাপ কাণ্ডে। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে টলিউড নায়িকাকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নির্দেশ মতো, ১৫ সেপ্টেম্বর, দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেন নায়িকা।