Mithun- Ritwick: মিঠুন- ঋত্বিকের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে আনলেন রাজ! সমস্যা মেটাতে পারবেন শুভশ্রী?

New Bangla Movie: এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক। ছবির নাম 'সন্তান'। রাজের ছবিতে এবার দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সেই সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement
মিঠুন- ঋত্বিকের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে আনলেন রাজ! সমস্যা মেটাতে পারবেন শুভশ্রী? ঋত্বিক, মিঠুন, শুভশ্রী, রাজ (ছবি: ফেসবুক)

নতুন ছবি বানাচ্ছেন রাজ চক্রবর্তী। এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক। ছবির নাম 'সন্তান'। রাজের ছবিতে এবার দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সেই সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীপাবলির শুভ তিথিতে প্রকাশ্যে এল ছবির প্রথম লুক পোস্টার। 

এবছর ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই পারিবারিক ছবি। এসভিএফ-র ব্যানারে আসছে রাজের নতুন ছবি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার, সোহিনী সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, অহনা দত্তর মতো শিল্পীরা।

বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েন, দ্বন্দ্ব ও আইনি লড়াই এই ছবির অন্যতম আকর্ষণ। বাবার চরিত্রে রয়েছেন মিঠুন এবং ছেলে ঋত্বিক। একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়া টেলি অভিনেত্রী অহনার এটা ডেবিউ ছবি। এখানে তিনি ঋত্বিকের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করবেন।

 

Shontaan by Raj Chakraborty

গত মার্চ মাসে কলকাতায় এই ছবির শ্যুটিং শুরু হয়। প্রথমে শোনা গিয়েছিল, পুজোর সময় মুক্তি পাবে 'সন্তান'। কিন্তু পুজোয় মুক্তি পায় মিঠুনের ছবি 'শাস্ত্রী'। ডিসেম্বরে ছবিটি মুক্তি পেতে চলেছে। এদিকে বড়দিনে তে চলেছে একগুচ্ছ বাংলা ছবি। এছবিটিও বড়দিনেই আসছে কি না, তা এখনও স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, রাজের পরিচালনায় শুভশ্রী অভিনীত 'বাবলি' মুক্তি পায় গত অগাস্ট মাসে। এর আগে 'প্রজাপতি' ছবিতে বাবা-ছেলে রূপে মিঠুন ও দেবের রসায়ন দারুণ পছন্দ করেছে দর্শক। এবার বাবা- ছেলে হিসাবে মিঠুন ও ঋত্বিকের জুটি কতটা পছন্দ করেন সকলে, সেটাই এখন দেখার।

 

POST A COMMENT
Advertisement