বাঙালিদের গোয়েন্দা চরিত্রের প্রতি টান আজকের নয়। বেশ কয়েকজন বাঙালি গোয়েন্দাদের মধ্যে গত কয়েক বছর ধরে যে, বাঙালি মননে গেঁথে রয়েছে, তিনি হলেন মিতিন মাসি। গোয়েন্দাপ্রেমী বাঙালির জন্য রয়েছে সুখবর। ফের বড় পর্দায় আসছে মিতিন মাসি। সুখবর এটুকুই নয়, রয়েছে আরও চমক। অরিন্দম শীলের পরিচালনায় আসছে নতুন ছবি 'একটি খুনির সন্ধানে মিতিন'।
সুচিত্রা ভট্টাচার্যের লেখা 'মেঘের পরে মেঘ' গল্প অবলম্বনে তৈরি হবে মিতিন মাসির নতুন ছবিটি। চিত্রনাট্য সাজিয়েছেন অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত। তবে মূল গল্পের থেকে ছবির চিত্রনাট্যকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এবারও মিতিন ও তার স্বামী পার্থর চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিক ও শুভ্রজিৎ দত্তকে। এছাড়া টুপুরের চরিত্রে অভিনয় করবেন লেখা চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন সাহেব চট্টপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, মধুরিমা বসাক, রোশনি ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, দেবরাজ রায়, দুলাল লাহিড়ী, সন্দীপ দে, শতাফ ফিগারের মতো শিল্পীরা।
এবারের মিতিন মাসির গল্পে বদল হয়েছে প্রযোজনা সংস্থার। সুরিন্দর ফিল্মসের ব্যানারে আসছে নতুন এই ছবিটি। মিতিনের নতুন গল্পের স্বত্ব কিনেছে এই প্রযোজনা সংস্থা। জানা যাচ্ছে, এই ছবিতে মিতিন সম্পর্কের গল্প বলবে। যদিও বড়দের ছবি হলেও অ্যাডাল্ট কনটেন্ট নয়। এজন্যে ছোটরাও দেখতে পারবে।
মিতিনের নতুন ছবিতে আরও বেশি অ্যাকশন ও চ্যালেঞ্জ থাকবে আগের তুলনায়। এর জন্য মুম্বইয়ের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর সুনীল রডরিগস্ আসবেন শহরে। কলকাতার বিভিন্ন লোকেশনে পড়বে ছবির সেট। আগামী মার্চ মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে একাধিক স্তর রয়েছে, যেগুলোকে যুক্ত করতে ধ্রুপদী সঙ্গীতের ব্যবহার করা হবে। এর আগে মিতিন মাসির গল্প মুক্তি পেয়েছিল গত পুজোয়। তবে শোনা যাচ্ছে, এবার আর পুজোর ভিড়ে নয়, সব ঠিক থাকলে পুজোর পরে মুক্তি পাবে 'একটি খুনির সন্ধানে মিতিন'