scorecardresearch
 

Moon Moon Sen's Husband Demise: প্রয়াত মুনমুন সেনের স্বামী, শোকের ছায়া পরিবারে

Moon Moon Sen's- Bharat Dev Varma: মঙ্গলবার সকাল শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হল না।

Advertisement
মুনমুন সেন ও ভরত দেব বর্মা (ছবি: ইনস্টাগ্রাম) মুনমুন সেন ও ভরত দেব বর্মা (ছবি: ইনস্টাগ্রাম)

ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। মঙ্গলবার সকাল শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। সকাল ন’টা নাগাদ, হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। 

ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরতের সঙ্গে মুনমুনের বিয়ে হয় ১৯৭৮ সালে। এরপর দুই মেয়ে- রাইমা ও রিয়াকে নিয়ে তাঁদের সুখের সংসার ছিল। বিয়ের সময় মুনমুন ছিল দারুণ সফল। বহু তরুণের মনে ঝড় তুলেছিলেন তিনি। তবু সুচিত্রা সেন কন্যার মন মজেছিল ভরতেই। 

 

Moon moon sen bharat dev varma photo

মুনমুন- ভরত, দু'জনের রসায়নও ছিল দারুণ। এমনকী শোনা যায়, অভিনেত্রীর কেরিয়ারেও তাঁকে বরাবর সমর্থন করেছেন স্বামী। সাংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনমুন একবার বলেন, "আমরা কখনও ঝগড়া- শান্তি না মিটিয়ে ঘুমাই না। আমি আমার স্বামীর উপর নির্ভরশীল থাকতেই ভালোবাসি।"  

 

Moon moon sen bharat dev varma photo

শোনা যায়, ভরত দেব বর্মার মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী ইন্দিরা রাজের মেয়ে। ইলা দেবীর দিদি ছিলেন গায়ত্রী দেবী, জয়পুরের মহারানী। ভরতের ঠাকুমা ইন্দিরা ছিলেন ভদোদরার মহারাজা তৃতীয় সাওয়াজি রাও গায়কোয়াড়ের একমাত্র মেয়ে।

রিপোর্টার- রাজেশ সাহা 

 

Advertisement