তারকাদের সম্পর্ক ভাঙা- গড়ার খবর প্রায়ই শোনা যায়। সৌরসেনী মৈত্র ও নিখিল জৈনর প্রেমের গুঞ্জন নতুন নয়। ধীরে ধীরে গোপনীয়তা আলগা করছেন জুটি। পার্টি থেকে যে কোনও উৎসব, একসঙ্গেই কাটাতে দেখা গিয়েছে তাঁদের। তবে হঠাৎই নেটিজেনরা অবাক! অন্য এক নায়িকার হাতে হাত নুসরত জাহানের প্রাক্তন স্বামীর। শুধু তাই নয়, নিজেরই সোশ্যাল পেজে সেই ছবি ভাগ করে নিলেন তিনি। তাহলে কি জীবনে নতুন নারী এল?
এতদিন নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন সৌরসেনী। এই ব্র্যান্ডের কালেকশনের মডেল ছিলেন টলি নায়িকা। অন্যদিকে পুরুষ মডেল নিখিল। এমনকী ব্র্যান্ডের প্রচারের জন্য বর- কনে বেশে সকলের সামনে আগে আসতে দেখা গিয়েছে টিনসেল টাউনের চর্চিত লাভ বার্ডসকে। সেসময় শ্যুটের জন্য বারাণসী গিয়েছিলেন দু'জনে। শোনা যায়, সেখানে একান্তে নিখিল- সৌরসেনীর সম্পর্ক আরও গভীর হয়।
তবে এবার নিখিলের হাত ধরলেন কৌশানী মুখোপাধ্যায়। অনেকেই ভাবছেন ব্যাপারটা কী। আসলে এবার নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মুখ কৌশানী। পোশাকের ব্র্যান্ডের উৎসবের কালেকশনের জন্য বিশেষ ফটোশ্যুট হয়েছে। সেই ছবিই শেয়ার করেছেন নিখিল। দু'জনে পোজ দিয়েছেন কালো রঙা ট্রাডিশনাল ফেস্টিভওয়্যারে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন বয়ফ্রেন্ড, ব্যবসায়ী নিখিল জৈন সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তুরস্কে বসেছিল তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। নিখিলের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিমদের রোষানলে পড়তে হয় তৃণমূলের সাংসদ নুসরতকে। এরপর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক জড়ান নিখিলের প্রাক্তন স্ত্রী। এরপর নানা সমস্যার পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের।
অন্যদিকে টলিউডের পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। প্রায় দীর্ঘ বারো বছরে প্রেম জুটির। একাধিকবার সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে, বারবার শিরোনামে এসেছেন। তবুও নিজেদের মধ্যে মিটমাট করে, এখনও অবধি একসঙ্গেই আছেন জুটি।