Tollywood Gossips: এক সময় ছিল প্রেমের গুঞ্জন! কেন দূরত্ব তৈরি হয়েছিল নুসরত- অঙ্কুশের?

Tollywood Gossips: নায়ক- নায়িকার প্রেম নতুন কিছু নয়। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে অতীতে। বর্তমানেও টলি-বলি-হলির বহু তারকা জুটির প্রেম দেখা যায়। সে সম্পর্ক বহুক্ষেত্রে গড়ায় বিয়ের পিঁড়ি অবধি।

Advertisement
এক সময় ছিল প্রেমের গুঞ্জন! কেন দূরত্ব তৈরি হয়েছিল নুসরত- অঙ্কুশের? অঙ্কুশ হাজরা- নুসরত জাহান (ছবি: ফেসবুক)

তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের। এরকমই এক চর্চিত জুটি হলেন নুসরত জাহান ও অঙ্কুশ হাজরা। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়। 

ইন্ডাস্ট্রির গসিপ 

নায়ক- নায়িকার প্রেম নতুন কিছু নয়। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে অতীতে। বর্তমানেও টলি-বলি-হলির বহু তারকা জুটির প্রেম দেখা যায়। সে সম্পর্ক বহুক্ষেত্রে গড়ায় বিয়ের পিঁড়ি অবধি। নুসরত- অঙ্কুশের প্রেমও ঠিক সেরকমই। বিষয়টা টলি পাড়ায় অনেকটা 'ওপেন সিক্রেট'-র মতোই। বহু ছবিতে জুটিতে কাজ করেছেন তাঁরা।  এমনকি একটা সময়, পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একই সঙ্গে দেখা যেত জুটিকে। ইন্ডাস্ট্রির অনেকেই ভেবেছিলেন,  নুসরত- অঙ্কুশের সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু সে গুড়ে বালি। টেকেনি তাঁদের সম্পর্ক।

 

Nusrat Jahan Ankush Hazra

নুসরত -অঙ্কুশের সমীকরণ নিয়ে চর্চা

যদিও তুমুল চর্চা থাকলেও, প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি দু'জনের কেউই। নায়ক-নায়িকা তাঁদের সম্পর্ককে 'ভাল বন্ধুত্ব'-র তকমাই দিয়েছেন আগাগোড়া। যদিও নুসরত জাহান ও অঙ্কুশ হাজরার সমীকরণ নিয়ে আজও চর্চা বিস্তর। দু'জনের মধ্যে এত বছর ধরে রয়েছে তিক্ততা ঠান্ডা লড়াই। তবু জল্পনা থামেনি। এর আগে নুসরতকে বিভিন্ন সময় কটাক্ষ করেছেন অঙ্কুশ। এবার সাংবাদমাধ্যমের সামনে অঙ্কুশকে নিয়ে মুখ খোলেন টলি নায়িকা। 

 

Nusrat Jahan Ankush Hazra

'এটা আমার শিক্ষাদীক্ষা নয়'

'রক্তবীজ ২' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কুশ। আবার একই ছবির আইটেম সং 'অর্ডার ছাড়া বর্ডার ক্রশ'-এ জমিয়ে নাচ করেছেন নুসরত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় অঙ্কুশের সঙ্গে ঠান্ডা লড়াই প্রসঙ্গে। কিছুটা বিরক্ত হয়ে যশ পত্নী বলেন, "আমি কখনও বলেছি? আমরা বোধ হয় একসঙ্গে অনেকগুলো সিনেমা করেছি এবং সেই কাজটাকে আমি ভীষণভাবে সম্মান করি। সেই সময় আমরা খুব ভাল বন্ধু ছিলাম। আমায় নিয়ে উল্টো দিক থেকে কেউ কিছু বললে, আমার সেবিষয় কিছু বলার নেই। দর্শকের হয়তো তাতে মজা লাগে। তবে এটা আমার শিক্ষাদীক্ষা নয়। আমি কারও ব্যাপারে মনে এত নেগেটিভিটি ধরে বসে থাকতে পারব না।" 

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। এরপর ২০২০-র শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব- বিচ্ছেদ হয়ে, যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তিনি জন্ম দেন পুত্র সন্তানের। যশ- নুসরতের সম্পর্ক, জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা- সমালচনার ঝড় ওঠে সেসময়। সম্প্রতি যশ- নুসরতের সম্পর্কে দূরত্ব তৈরি নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। অন্যদিকে, ঐন্দ্রিলা সেনের সঙ্গে প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ।

 

POST A COMMENT
Advertisement