Nusrat Yash: নুসরতের জন্মদিনে লড়াইয়ের 'সেই' দিনগুলোর কথা লিখলেন যশ, উত্তর দিলেন বার্থডে গার্লও

Tollywood Actress Birthday: ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তিনি। এখন আর রাজনীতির সঙ্গে যুক্ত নন। তা সত্ত্বেও বিতর্ক তাঁর পিছু ছাড়ে না।

Advertisement
নুসরতের জন্মদিনে লড়াইয়ের 'সেই' দিনগুলোর কথা লিখলেন যশ, উত্তর দিলেন বার্থডে গার্লও যশ -নুসরত (ছবি: ইনস্টাগ্রাম)

শিরোনামে থাকেন নুসরত জাহান। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তিনি। এখন আর রাজনীতির সঙ্গে যুক্ত নন। তা সত্ত্বেও বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। যশ দাশগুপ্ত, নুসরতের ছেলে ঈশানের জন্মের আগে থেকেই একরত্তিকে নিয়ে আলচনার শেষ নেই। ৮ জানুয়ারি নুসরতের জন্মদিন। বিশেষ দিনে 'স্পেশাল' মানুষটার থেকে বিশেষ মেসেজ বা পোস্টের অপেক্ষায় থাকেন অনেকেই। যশের তরফ থেকেও এল বিশেষ পোস্ট। লিখলেন দু'জনের কঠিন সময়ের কথাও। 

ইনস্টাগ্রামে দু'জনের কাটানো বিশেষ মুহূর্ত শেয়ার করে যশ লেখেন, "একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই থেকে শুরু করে মাঝে মাঝে একে অপরের সঙ্গে ঝগড়া এবং তারপরেও একে অপরকে বেছে নেওয়া। হাসি, বিশৃঙ্খলা, বেড়ে ওঠা... সবই যেন সিলেবাসের অংশ। আমার প্রিয় স্থায়ী সঙ্গী এবং সবচেয়ে আকর্ষণীয় বিঘ্নকারীকে জন্মদিনের শুভেচ্ছা। মহাবিশ্ব যেন তোমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে...।" 

বরের এই পোস্টের নিচে কমেন্ট করেছেন বার্থডে গার্লও নুসরত লিখেছেন, "তুমি আমার ভেতরের সেরাটা...সব 'পাগলামীর' দিকটা বের করে আনো...শুধু তুমিই এই পোস্টটা করতে পারো... আমি তোমার ফটো গ্যালারি দেখে ভয়ে পেয়ে গেছি। ধন্যবাদ... আমার 'পাই'।" নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুগামী থেকে অন্যান্য তারকারা। 

 

প্রসঙ্গত, ২০২০-র শেষ দিকে যশ দাশগুপ্তকে বিয়ে করেন নুসরত। ২০২১ সালে তাঁদের কোলে আসে পুত্র সন্তান। কলকাতার পার্কস্ট্রিটের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন নুসরত জাহান। যশ- নুসরতের সম্পর্ক, জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা- সমালচনার ঝড় ওঠে সেসময়। এর আগেও বহুবার সম্পর্কে জড়িয়ে ছিলেন নুসরত।

নায়িকার শেয়ার করা প্রতিটা ছবি ও ভিডিয়োতে ট্রোল করেন বহু নেটিজেন। তবে এত কটাক্ষ, নেগেটিভিটির মধ্যে বহু নেটাগরিক সমর্থনের হাতও বাড়িয়ে দেন নায়িকার দিকে। তাঁদের মতে, 'স্বাধীন নারী' কিংবা 'সিঙ্গেল মাদার' হওয়ার সবচেয়ে শক্তিশালী উদারণ নুসরত জাহান। এদিকে একেবারে 'কেয়ার নট' অ্যাটিটিউড রেখেছেন নায়িকা। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement