Rachna Banerjee's Qualification: রোজই খবরে থাকেন রচনা, অভিনেত্রী- সাংসদের শিক্ষা কতদূর, জানেন?

Rachna Banerjee: চর্চায় থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়। কখনও ব্যক্তিগত তো, কখনও কর্মজীবন, বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। অভিনয়, ব্যবসার পাশাপাশি সম্প্রতি তাঁর কাঁধে এসেছে আরও একটি গুরু দায়িত্ব।

Advertisement
রোজই খবরে থাকেন রচনা, অভিনেত্রী- সাংসদের শিক্ষা কতদূর, জানেন?  রচনা বন্দ্যোপাধ্যায়

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের (Tollywood Actresses) জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়িকার শিক্ষাগত যোগ্যতা কতটা। অনেকেরই অজানা বহু টলি অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত দিক দিয়েও বেশ এগিয়ে। আবার কারও ইন্ডাস্ট্রিতে আসাটাই ছিল স্বপ্ন, এজন্যে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না। 

চর্চায় থাকেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। কখনও ব্যক্তিগত তো, কখনও কর্মজীবন, বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। অভিনয়, ব্যবসার পাশাপাশি সম্প্রতি তাঁর কাঁধে এসেছে আরও একটি গুরু দায়িত্ব। এখন হুগলী লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা। তাঁকে ঘিরে দর্শকদের কৌতূহল অত্যন্ত বেশি। সে প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। জানেন রচনা পড়শোনা কতদূর? 

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী উচ্চমাধ্যমিক পাশ করেছেন রচনা। নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন নায়িকা- সাংসদ। এরপর সাউথ সিটি কলেজে স্নাতক ডিগ্রি পেতে ভর্তি হন তিনি। তবে কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। এরপর তিনি ব্যস্ত হয়ে যান মডেলিং ও ছবির কাজে।      

প্রসঙ্গত, বাংলার পাশাপাশি ওড়িয়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। তাঁর গেম শো-এর সৌজন্যে, তিনিও বাংলার 'দিদি'। দর্শকদের মনের খুব কাছের তিনি। সেই প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। অভিনেত্রীকে অনেকেই নিজেদের আদর্শ বলে মনে করেন। শত ব্যস্ততা থাকলেও, পরিবারের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটান অভিনেত্রী। 
 

POST A COMMENT
Advertisement