Raima Sen: 'রক্তকরবী'-র সাফল্যের পর নতুন সিরিজে রাইমা? স্টুডিওপাড়ায় জল্পনা তুঙ্গে

Raima Sen's New Web Series: শোনা যাচ্ছে ফের বাংলা সিরিজে মুখ চরিত্রে দেখা যাবে তাঁকে রাইমা সেনকে। 'রক্তকরবী'-র সাফল্যের পর এবার হইচই-এর নতুন সিরিজের প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। 

Advertisement
 'রক্তকরবী'-র সাফল্যের পর নতুন সিরিজে রাইমা? জল্পনা তুঙ্গে রাইমা সেন (ছবি: ফেসবুক)

কিছুদিন আগেই তাঁর প্রথম বাংলা সিরিজ দারুণ প্রশংসিত। টলিউডের ক্ষেত্রে তিনি খুবই খুঁতখুঁতে। বেছে বেছে কাজ করেন বাংলা ছবিতে। তবে বি-টাউনে বড় পর্দা বা ওটিটিতে তাঁর বহু কাজ আছে। শোনা যাচ্ছে ফের বাংলা সিরিজে মুখ চরিত্রে দেখা যাবে তাঁকে। কথা হচ্ছে রাইমা সেনকে নিয়ে। 'রক্তকরবী'-র সাফল্যের পর এবার হইচই-এর নতুন সিরিজের প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। 

সাহানা দত্তর নতুন এই সিরিজের নাম 'কলঙ্ক'। ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী সিরিজে অভিনয় করার প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন রাইমা।  সাহানা দত্ত তৈরি করবেন এই সিরিজটি। সম্প্রতি হইচই-র একগুচ্ছ নতুন কনটেন্ট আসার তথ্য সামনে আসে। সেখানে সাহানার 'ইন্দু', 'গভীর জলের মাছ', 'গোরা'-র সমস্ত তথ্য থাকলেও, 'কলঙ্ক' নিয়ে নির্মাতারা কোনও তথ্য প্রকাশ করেননি।

যদিও রাইমা ছাড়া আর কারা থাকবেন সিরিজে বা এর বিষয়বস্তু কী, তা এখনও জানা যায়নি। তবে যেহেতু, সাহানার কনটেন্টে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকে। তা থেকে অনুমান করা যায়, সে রকমই কোনও বিষয় নিয়ে হতে পারে এই সিরিজও। সব ঠিক থাকলে পুজোর পরে শুরু হবে 'কলঙ্ক'-র শ্যুটিং।

প্রসঙ্গত, প্রায় দু'দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন রাইমা সেন। মূলত বাংলায় কাজ করলেও, তাঁর বড় পর্দায় হাতেখড়ি হয় হিন্দি ছবি দিয়েই। ১৯৯৯ সালে মুক্তি পায় রাইমার ডেবিউ ফিল্ম 'গডমাদার'। কিছুদিন আগে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর অভিনীত বাংলা ওয়েব সিরিজ 'রক্তকরবী'। এই সিরিজে রাইমা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। এরপর তাঁকে দেখা যাবে 'হাওয়া বদল ২' ছবিতে।  

এছাড়াও গত মাসে মুক্তিপ্রাপ্ত বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা। কানাঘুষো শোনা যাচ্ছে, সুদীপ্ত সেনের নতুন ছবি 'বস্তার'-এও অভিনয় করতে পারেন তিনি। 

 

POST A COMMENT
Advertisement