Ranbir- Deepika Reunion: ফ্রেমবন্দি রণবীর- দীপিকা, সিক্যুয়েল আসছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র?

Yeh Jawaani Hai Deewani: চার বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কপূর, দীপিকা পাড়ুকোন, কল্কি কেঁকলা এবং আদিত্য রয় কপূর। ছবি মুক্তির ১০ বছর পার হয়েছে। ফের ফ্রেমবন্দী সকলে- সঙ্গী 'ক্যাপ্টেইন অফ দ্য শিপ'- অয়ন। 

Advertisement
ফ্রেমবন্দি রণবীর- দীপিকা, সিক্যুয়েল আসছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র?  অয়ন, রণবীর, দীপিকা, কল্কি এবং আদিত্য (ছবি: ফেসবুক)

বানি, নয়না, অদিতি, অভি- চার বন্ধুর বছর দশেক আগের অসামান্য মেলবন্ধন, প্রেম আজও মনে রেখেছে দর্শকেরা। বক্স অফিসে ঝড় তোলা এই ছবির নাম 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' (Yeh Jawaani Hai Deewani)। ছবি পরিচালনার দায়িত্বভার সামলেছিলেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)। চার বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), কল্কি কেঁকলা Kalki Koechlin) এবং আদিত্য রয় কপূর (Aditya Roy Kapoor)। ছবি মুক্তির ১০ বছর পার হয়েছে। ফের ফ্রেমবন্দি সকলে- সঙ্গী 'ক্যাপ্টেইন অফ দ্য শিপ'- অয়ন। 

একই ফ্রেমে রণবীর, দীপিকা, কল্কি, আদিত্য, অয়ন। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল এই ছবি। আসলে এক দশক পার করে, বুধবার সেলিব্রেশনে মেতেছিলেন সকলে। এদিন মুম্বইতে এক বিশেষ পার্টির আয়োজন করেছিলেন নির্মাতারা। এই রিইউনিয়ন দেখে, দারুণ খুশি নেটিজেনরা। বৃহস্পতিবার শিল্পীদের একসঙ্গে দেখে অনেকে আবদার করেন,'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র সিক্যুয়েলের? যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি কলাকুশলীদের কেউই। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

 

দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রণবীর- দীপিকা। শোনা যাচ্ছে, ব্রেকআপের পর দীর্ঘদিন অবসাদে ছিলেন দীপিকা। বর্তমানে তারা দু'জনেই বিবাহিত। দীপিকা বিয়ে করেছেন রণবীর সিংয়ের সঙ্গে। অন্যদিকে রণবীরের বিয়ে হয় আলিয়া ভাটের সঙ্গে। এবছর রণবীর- আলিয়ার জীবনে এসেছে ছোট্ট অতিথি। বিচ্ছেদের পর আর একসঙ্গে ছবিতে কাজ করেননি দীপিকা- রণবীর। দীর্ঘদিন পর জুটিকে ফ্রেমবন্দি এবং হাসিখুশি দেখে দারুণ খুশি অনুগামীরা।     

         

POST A COMMENT
Advertisement