scorecardresearch
 

ঋত্বিকের মাথায় নয়া মুকুট, পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক সম্মান

কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'দ্য হাঙ্গার আর্টিস্ট'। এই ছবিতে জন্য অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক সম্মান।

Advertisement
পুরস্কার হাতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পুরস্কার হাতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী
হাইলাইটস
  • সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক সম্মানে সম্মানিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
  • এই সম্মান তাঁর কাছে খুবই স্পেশাল, জানিয়েছেন অভিনেতা।
  • কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ঋত্বিক পেলেন পুরস্কার।

কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'দ্য হাঙ্গার আর্টিস্ট'। এই ছবিতে জন্য অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক সম্মান। 

চলতি মাসের ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট  ফিল্ম সোসাইটির (Independent Film Society) উদ্যোগেই চলেছে এই ফিল্মোৎসব। উৎসবের শুরুতেই দেখানো হয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee) পরিচালিত শর্ট ফিল্ম 'দ্য হাঙ্গার আর্টিস্ট' (The Hunger Artist)। ছবিটি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইতিমধ্যে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। 

দ্য হাঙ্গার আর্টিস্ট

 

বিভিন্ন বিভাগের বিভিন্ন পুরস্কারের মধ্যে এবছর একটি বিশেষ পুরস্কার ছিল উৎসবে। শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) স্মারক সম্মান। এই সম্মানেই সম্মানিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। 

এই বিশেষ সম্মান পেয়ে ঋত্বিক জানিয়েছেন, ''খুবই আনন্দের বিষয়। আমি খুব সম্মানিত বোধ করছি। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুগামী। এই বিশেষে পুরস্কার আমার কাছে খুবই স্পেশাল। কমলেশ্বর মুখোপাধ্যায় এবং প্রযোজক ফ্যাটফিশ এন্টারটেনমেন্টকে ধন্যবাদ। তাঁরা আমাকে অভিনেতা হিসেবে নির্বাচন করেছিলেন। এই উৎসব কর্তৃপক্ষকেও অনেক ধন্যবাদ। প্রতি বছর এই উৎসবের সাফল্য কামনা করি।''

ঋত্বিক

ডিজিটাল মাধ্যমেই হয়েছে সিনেমা প্রদর্শনী। ফিল্মোৎসবের উদ্বোধনে হাজির ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা বিশ্বনাথ বসু, অভিনেত্রী প্রিয়াঙ্কা মন্ডল, ফেস্টিভেল ডিরেক্টর শুভঙ্কর মজুমদার, ফেস্টিভাল প্রোগ্রাম ডিরেক্টার অঙ্কিত বাগচি সহ অন্যান্যরাও। বিশ্বের ৯৬ টি ছবিকে এই চলচ্চিত্র উৎসবের জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে ২১টি ছবি ছিল ভারতের এবং ৯ টি পশ্চিমবাংলার। মোট চারটি বিভাগে ভাগ করা হয়েছিল এই চলচ্চিত্র উৎসব। 

Advertisement

Advertisement